বাইক-স্কুটার চালকরা সাবধান! চালু হচ্ছে নতুন নিয়ম, অমান্য করলেই মোটা টাকা জরিমানা!

বাংলা হান্ট ডেস্কঃ যত দিন যাচ্ছে ততই রাস্তাঘাটে বাড়ছে যানবাহনের সংখ্যা। সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা। পথ দুর্ঘটনার জেরে প্রাণ হারানোর সংখ্যাটা নেহাত কম নয়। সেই কারণে এই ধরণের দুর্ঘটনা এড়াতে এবং সুষ্টুভাবে চলাচলের জন্য প্রত্যেকটি যানবাহনকেই বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। জনগণের সুরক্ষার কথা ভেবে প্রায়ই এই সকল ট্রাফিক নিয়মে (Traffic Rules) নানান পরিবর্তন আনা হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে যেমন নতুন নিয়ম চালু হচ্ছে।

সমস্যায় পড়ার আগেই জানুন নতুন ট্রাফিক নিয়ম (Traffic Rules)!

আগামী সেপ্টেম্বর মাসের পয়লা তারিখ থেকে একটি নতুন ট্রাফিক নিয়ম কার্যকর করা হয়েছে। এবার থেকে বাইক কিংবা স্কুটার চালকের পাশাপাশি আরোহীকেও হেলমেট পরতে হবে। সেটা না পরলেই গুনতে হবে জরিমানা! মোটর ভেহিক্যালস অ্যাক্ট (Motor Vehicles Act) অনুসারে, বাইকে বসে থাকা আরোহীকে বাধ্যতামূলকভাবে হেলমেট পরতে হয়। তবে দেশের বেশিরভাগ জায়গায় এই নিয়ম মানা হয় না। এবার এই নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হল।

আগামী ১ সেপ্টেম্বর থেকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহরে এই নিয়ম লাগু হতে চলেছে। এই নতুন নিয়ম অনুসারে, দু’চাকার গাড়ির চালক এবং তার পিছনে বসে থাকা ব্যক্তিকে সর্বদা হেলমেট পরে থাকতে হবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বাইক চালক, আরোহীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ধর্ষণ-খুন করিনি! ‘যাওয়ার আগেই সব হয়ে গিয়েছিল’! CBI জেরায় তোলপাড় করা দাবি সঞ্জয়ের

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কেউ যদি এই নিয়ম না মানেন তাহলে ১০৩৫ টাকার চালান কাটা হবে। সেই সঙ্গেই নিয়মভঙ্গকারী ব্যক্তির ৩ মাসের জন্য লাইসেন্স সাসপেন্ড করা হবে বলে খবর। ফলে বোঝাই যাচ্ছে, এই নিয়ম না মানলে বাইক-স্কুটার চালকদের সমস্যায় পড়তে হবে।

New Traffic rules apply to bike and scooter riders.

এদিকে শুধু হেলমেট পরলেই হবে না, নির্দিষ্ট মানসম্পন্ন হেলমেট পরতে হবে বলে জানানো হয়েছে (Traffic Rules)। ISI মার্ক হেলমেট পরার কথা বলা হয়েছে বলে খবর। কোনও দু’চাকার গাড়ির চালক অথবা আরোহী যদি নিম্ন মানের হেলমেট পরেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর