বাংলাহান্ট ডেস্কঃ এবার নতুন রূপে দ্রুত গতির ও অত্যাধুনিক মানের প্যাসেঞ্জার ট্রেন চলে এল বাংলাতে। চলবে শিয়ালদহ শাখায়। প্রথমে শিয়ালদহ থেকে লালগোলাগামী হলেও, তারপর অন্যান্য রুটেও এই ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্য ও সুরক্ষার কথা মাথায় রেখেই কোচগুলোকে তৈরি করা হয়েছে। মহিলাদের সমস্যার জন্য থাকছে আপদকালীন সুইচও।
কোচগুলোতে রয়েছে ‘হেডরেস্ট’, বাড়ানো হয়েছে সিটের লেগস্পেসও। যাতে সফরকালে যাত্রীরা আরাম করে ট্রেন যাত্রা উপভোগ করতে পারেন। আজ পর্যন্ত পূর্ব রেলওয়ের কোন ট্রেনে যা দেখা যায় নি, তা থাকছে এই ট্রেনে।
যাত্রীদের নিরাপত্তার খাতিরে থাকছে সিসিটিভি ক্যামেরাও, যা থাকছে প্রতিটি কোচে ৪ টি করে এবং ড্রাইভারের কোচে ১ টি। সেইসঙ্গে রিয়েল টাইম মনিটরিংয়ের জন্য গার্ডের দিকে ডিসপ্লে ইউনিটের ব্যবস্থাও থাকবে। এতে করে বিপদ এড়ানো যাবে বলেও মনে করা হচ্ছে।
তবে নতুন সংযোজন বলতে থাকছে- জিপিএস ভিত্তিক এলইডি স্ক্রিন থাওছে প্রতিটি বগিতে। যেখানে বর্তমান এবং আসন্ন স্টেশন সম্পর্কে লেখা থাকবে। যাত্রীদের বিশ্রামের জন্য থাকছে প্রতিটি সিটের সঙ্গে থাকছে হেড রেস্টের ব্যবস্থা এবং কুশনযুক্ত বর্ধিত আসনের ব্যবস্থাও। দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের জন্য নরম হাতলের ব্যবস্থা করা হয়েছে এই ট্রেনে। সঙ্গে থাকবে মডিউলার বায়ো-টয়লেটও। আবার বসার সিটের নীচে বোতল রাখার আলাদা ব্যবস্থাও থাকছে এখানে।
ট্রেনের গতি সম্পর্কে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে লালগোলা যেতে ৫ ঘন্টা সময় লাগলেও, এই ট্রেন ১১০ কিলোমিটার প্রতিঘণ্টায় চলতে পারে এবং প্রায় ৪ ঘণ্টার মধ্যেই পৌঁছে যেতে পারে। এই বিষয়ে বিশদে কিছু না জানালেও, জানা গিয়েছে এই ট্রেনে থাকছে আধুনিক মানের ব্রেকিং সিস্টেম।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা