উলটে যাবে TRP, “তাক লাগানো” টুইস্ট দিয়েই ধরাছোঁয়ার বাইরে জলসা কাঁপানো মেগা!

বাংলাহান্ট ডেস্ক : স্টার জলসায় এই একের পর এক সিরিয়াল (Serial) চমকে দিচ্ছে টিআরপি তালিকায়। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। দর্শকরাও বুঁদ হয়ে গিয়েছেন পরপর সব ধামাকা টুইস্টে। কয়েকটি স্লট বাদ দিলে প্রতিপক্ষ চ্যানেলকে ভালোই টক্কর দিচ্ছে স্টার জলসার অধিকাংশ মেগা (Serial)।

টিআরপি তালিকার শীর্ষে রয়েছে কথা সিরিয়াল (Serial)

তবে এই মুহূর্তে চ্যানেলের টপ পজিশনে রয়েছে ‘কথা’। প্রথম থেকেই হিট সিরিয়ালটি (Serial) ইদানিং সাড়া ফেলে দিয়েছে দর্শক মহলে। কথা এভির দুর্দান্ত কেমিস্ট্রি থেকে চোখ সরাতে পারছেন না দর্শকরা। সম্প্রতি পরপর টুইস্ট এসেছে সিরিয়ালে (Serial)। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নম্বরও। এই মুহূর্তে টিআরপি তালিকার শুরুর দিকেই রয়েছে কথা।

New twist coming to increase trp in this serial

ফের আসছে বিপদ: সদ্য বিয়ে সেরেছে কথা আর এভি। প্রেমের ফুল ফুটতে না ফুটতেই জোড়া ভিলেনের এন্ট্রিও হয়ে গিয়েছে সিরিয়ালে (Serial)। এদিকে গল্পে দেখানো হয়েছে হানিমুনে কথার প্রিয় সমুদ্র দেখাতে নিয়ে গিয়েছে এভি। দুজনের রোম্যান্সে ভর করে চড়চড়িয়ে উঠেছে টিআরপি। এদিকে এর মধ্যেই ফের বিপদ ঘনিয়ে আসছে কথা এভি তথা গুহ পরিবারে।

আরো পড়ুন : ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নতুন মেগা, ‘দুগ্গামণি’ আসতেই স্লট হারা এই সিরিয়াল!

কী চলছে গল্পে: ম্যান্ডির সঙ্গে হাত মিলিয়েছে প্রমিত। হানিমুনে গিয়েও কথার মনে হয়, কেউ তাদের উপরে নজর রাখছে। কিন্তু বিষয়টায় গুরুত্ব দেয় না এভি (Serial)। এদিকে জাল ওষুধ বিক্রির অভিযোগে গুহ ফার্মাসিউটিক্যালস বন্ধ হতে বাড়িকে নিলামে তোলেন দাদু। তখনই প্রমিত বাড়ি কিনতে চায় আরো বেশি দাম হাঁকায়।

আরো পড়ুন : নামের পর এবার নায়িকা বদল, শুরুর আগেই বিরাট “অঘটন” জি এর জোড়া সিরিয়ালে!

এদিকে কথা এভি বাড়ি দখলে রাখতে আরো বেশি দাম বলে। শেষমেষ এই ষড়যন্ত্র থেকে কীভাবে মুক্তি পাবে তারা, দর্শকরা সেটাই দেখতে আগ্রহী হয়ে রয়েছেন। পরপর যেভাবে জমাটি পর্ব আসছে, তাতে নম্বর আরো বাড়বে বলেও মনে করছেন অনেকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর