বাংলাহান্ট ডেস্ক: ঘোর দুঃসময় চলছে বলিউডে (Bollywood)। হোলির উৎসবের আনন্দ এক নিমেষে ম্লান হয়ে গিয়েছে একটি দুঃসংবাদে। বলিউডের এক হোলি পার্টিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অভিনেতা সতীশ কৌশিক (Satish Kaushik)। বছর ৬৬-র হাসিখুশি প্রাণখোলা মানুষটার মৃত্যু সংবাদ ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে সকলকে। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেতা। কিন্তু তদন্তে নেমে এই ঘটনায় নতুন সূত্র খুঁজে পেয়েছে পুলিস।
গত ৯ মার্চ গুরুগ্রামে একটি হোলি পার্টিতে গিয়েছিলেন সতীশ কৌশিক। জাভেদ আখতার, শিবানী দান্ডেকর, আলি ফজল, রিচা চাড্ডার মতো ইন্ডাস্ট্রির বহু তারকাই ছিলেন ওই পার্টিতে। সেখান থেকে ফের পরের দিন দিল্লি উড়ে যান সতীশ। এক নামী ইন্ডাস্ট্রিয়ালিস্টের ফার্ম হাউসে থাকছিলেন তিনি। হোলি পার্টি চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে দিল্লি পুলিস। আর তদন্তে নেমেই একটি চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তাদের, যা এই ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। জানি গিয়েছে, সতীশ যে ফার্ম হাউসে থাকছিলেন, সেখান থেকে কিছু ওষুধ উদ্ধার করেছে পুলিস। সেগুলো কীসের ওষুধ তা এখনো পর্যন্ত জানা যায়নি।
পাশাপাশি হোলি পার্টির সমস্ত আমন্ত্রিতদের একটা তালিকাও বানিয়েছে তদন্তকারীরা। একে একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রত্যেককে। অন্যদিকে প্রয়াত অভিনেতার দেহের অটোপ্সি রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। সেই রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে সতীশের মৃত্যুর আসল কারণ কী?
জানা যাচ্ছে, হাসপাতালে ঢোকার আগেই মৃত্যু হয়েছিল অভিনেতার। কিন্তু পুলিসকে তখন কিছুই জানানো হয়নি। হাসপাতালের তরফে তাঁকে মৃত বলে ঘোষণা করা হলে খবর দেওয়া হয় পুলিসকে। সূত্রের খবর, প্রাথমিক ময়নাতদন্তে সন্দেহজনক কিছুই মেলেনি। হৃদরোগের কারণেই মৃত্যু বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে অভিনেতার অটোপ্সি রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিস। বিশেষ করে সন্দেহ বাড়াচ্ছে উদ্ধার হওয়া ওষুধগুলো। ওগুলো কার ব্যবহারের জন্য রাখা ছিল তার খোঁজ চালাচ্ছে পুলিস।
দিনের দিনই শেষকৃত্য সম্পন্ন হয়েছে সতীশ কৌশিকের। অভিনেতাকে শেষ বিদায় জানানোর জন্য উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। চোখের জলে পুরনো বন্ধুকে শেষ বিদায় জানান অভিনেতা অনুপম খের। অভিনেতার শেষকৃত্যে সামিল হয়েছিলেন সলমন খান, রণবীর কাপুর, শিল্পা শেট্টি, জনি লিভার, বিধু বিনোদ চোপড়া, জাভেদ আখতার সহ আরো অনেকেই।