অতীতের পুনরাবৃত্তি? গুণ্ডাদের হাত থেকে বাঁচতে মিঠির সিঁথিতেই সিঁদুর পরিয়ে বিয়ে করল সিড!

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরে পা রাখার সঙ্গে সঙ্গেই দু বছর পূর্ণ করবে ‘মিঠাই’ (Mithai)। জি বাংলার পুরনো সিরিয়ালগুলির মধ‍্যে মিঠাই-ই একমাত্র টিকে রয়েছে। আর শুধুই টিকেই নেই, নতুনদের ভিড়ে এতদিন পরেও সেরা দশে জায়গা ধরে রেখেছে। নিন্দুকদের মুখে ছাই দিয়ে নতুন টাইম স্লটেও ভাল ফল করছে মিঠাই।

স্লট বদলানোর সঙ্গে সঙ্গে মিঠাইয়ের গল্পেও এসেছে আমূল পরিবর্তন। মিঠাই মারা যাওয়ার পর তার জায়গায় এসেছে মিঠি, যাকে নিয়েই আপাতত জল্পনা তুঙ্গে দর্শক মহলে। মিঠিই কি আসলে মিঠাই নাকি দুজনে সম্পূর্ণ আলাদা মানুষ? উত্তর খুঁজতে খুঁজতেই গল্পে বড়সড় টুইস্ট। মিঠির সঙ্গে বিয়ে হয়ে গেল উচ্ছেবাবুর।

Mithi mithai
সিরিয়ালের অলিখিত নিয়ম অনুযায়ী সাধারণত কোনো বিয়েই স্বাভাবিক ভাবে হয় না। এটাও হয়েছে অঘটনের বিয়ে। এক গোপন মিশনে সিদ্ধার্থকে ফলো করতে করতে স্মাগলারদের ডেরায় গিয়ে ফেঁসে যায় মিঠি। আর তাকে বাঁচাতে গিয়ে বিপদে পড়ে সিডও। শেষমেষ স্মাগলারদের হাত থেকে বাঁচতে এক গণবিবাহের অনুষ্ঠানে ঢুকে পড়ে সিড মিঠি।

তারপর আর কী? প্রাণ বাঁচাতে মুখ ঢেকে সাত পাক ঘুরে গোমড়া মুখে মিঠির সিঁথিতেই সিঁদুর পরিয়ে দেয় সিড। প্রাণে বেঁচে ফিরে এলেও মোদক পরিবারের কাছে ধরা পড়ে যায় তারা। হল্লা পার্টির বক্তব‍্য, একবার যখন সিঁথিতে সিঁদুর উঠেছে তখন বিয়ে বিয়েই।

পর্ব দেখে নতুন করে শুরু হয়েছে জল্পনা। অনেকে বলছেন, অতীতের পুনরাবৃত্তি হবে আবার। আবার কারোর মতে, সিডের জন‍্য মিঠাই-ই উপযুক্ত। মিঠির সঙ্গে নতুন জুটি মেনে নিতে পারছেন না অনেকেই। মিঠাই আর মিঠি দুজনে আদৌ একই মানুষ কিনা সেটা নিয়েই অনেকে দোলাচলে ভুগছেন। আগামীতে কী হবে সেটা জানেন শুধু লেখিকাই।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর