বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন সিরিয়ালের গল্প থেকেই বেশ বোঝা যায়, নায়ক নায়িকার মধ্যে দূরত্ব দেখতে মোটেই পছন্দ করে না দর্শক। বিরহ নয়, বরং নায়ক নায়িকার মধ্যে রোম্যান্স যত বাড়বে, টিআরপিও বাড়বে তড়তড়িয়ে। আর এবার সেকথা মাথায় রেখেই বড় টুইস্ট আসতে চলেছে স্টার জলসার সিরিয়ালে (Kotha)। নায়ক নায়িকার মধ্যে প্রেম আরো বাড়াতে এক ছোট্ট প্রাণ আসতে চলেছে তাদের মাঝে।
নায়ক নায়িকার ঘনিষ্ঠতা বাড়ছে কথা (Kotha) সিরিয়ালে
কথা হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘কথা’ (Kotha) নিয়ে। এভি আর কথার দুষ্টু মিষ্টি প্রেমের গল্প প্রথম থেকেই দর্শকদের মন কেড়েছে। সুস্মিতা এবং সাহেবের অনস্ক্রিন রসায়নও সিরিয়ালকে আকর্ষণীয় করে তুলেছে দর্শকদের কাছে। ধীরে ধীরে কাছাকাছি আসছে এভি আর কথা (Kotha)। কিন্তু বউকে ভালোবাসলেও সেকথা এখনো মুখ ফুটে স্বীকার করেনি এভি।
প্রোমোতে মিলল নয়া ইঙ্গিত: এর মাঝেই প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো, যা দেখে মনে করা হচ্ছে বড়সড় কোনো মোড় আসতে চলেছে কথা (Kotha) সিরিয়ালে। প্রোমোতে দেখা যায়, জোর করে কল্পতরু উৎসবে এভিকে নিয়ে এসেছে কথা। নিজের মনের ইচ্ছা ভগবানের কাছে সে জানাতে বলে এভিকে। কিন্তু এভি তাতে রাজি হয় না।
আরো পড়ুন : স্রোত-সার্থকের মাঝে এন্ট্রি শৌর্যর বোনের! TRP তুলতেই বড় টুইস্ট ‘মিঠিঝোরা’য়?
কী ঘটতে চলেছে সিরিয়ালে: এদিকে এভি আর কথার (Kotha) জীবনে যেন এক সন্তান আসে, এমন কামনাই চাইতে বলে পরিবারের সবাই। কিন্তু তাতে এভি রেগে যাওয়ায় কথা একাই দুজনের হয়ে মানত করতে যায় ভগবানের কাছে। যদিও কথার মনোষ্কামনা প্রকাশ্যে আসেনি এখনো। কিন্তু এই প্রোমো দেখেই অনেকে মনে করছেন, এবার হয়তো কথার (Kotha) মা হওয়ার সিকোয়েন্স দেখা যাবে সিরিয়ালে। গল্প এগিয়ে যাবে কিনা তা নিয়েও চলেছে জল্পনা।
আরো পড়ুন : সলমনের নায়িকা সারা সেনগুপ্ত! বলিউডে কেরিয়ার শুরু করছেন যিশু-নীলাঞ্জনার কন্যা
প্রসঙ্গত, স্টার জলসার কথা সিরিয়ালটি প্রথম থেকেই জনপ্রিয়তার তালিকায় শুরুর দিকে রয়েছে। টিআরপি তালিকায় বরাবর ভালো ফল করেছে কথা। চলতি সপ্তাহেও চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। তবে টিআরপি বাড়াতে যে নির্মাতারা যেকোনো টুইস্ট আনতেই পারেন তেমনটাই মনে করছেন দর্শকদের একাংশ।