বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহ ভর হরেক বিনোদনের ঝুলি নিয়ে দর্শকদের অপেক্ষায় থাকে বিভিন্ন চ্যানেলগুলি। এক একটি সিরিয়ালের (Serial) এক এক রকম গল্প অচিরেই মন কেড়ে নেয় বিভিন্ন বয়সের দর্শকদের। আর যেহেতু দর্শকদের পছন্দটাই যেকোনো সিরিয়ালের ক্ষেত্রে শেষ কথা, তাই তাদের আগ্রহ বুঝেই নিয়ে আসা হয় ধারাবাহিক (Serial)।
টিআরপির লড়াই জমে উঠেছে সিরিয়ালের (Serial) মধ্যে
বর্তমানে বাংলা টেলিভিশনে জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে রয়েছে জি বাংলা এবং স্টার জলসা, এই দুটি চ্যানেল। সাপ্তাহিক টিআরপি তালিকায় হাড্ডাহাড্ডি টক্কর চলে দুই চ্যানেলের ধারাবাহিকগুলির (Serial) মধ্যে। সেরা পাঁচ কিংবা সেরা দশের মধ্যে টিকে থাকতে গল্পে নানান মোচড় নিয়ে আসে সিরিয়ালগুলি।
কয়েক মাসেই মন জয় দর্শকদের: জি বাংলায় এই মুহূর্তে জনপ্রিয়তার তালিকায় জায়গা করে নেওয়া ধারাবাহিকগুলির (Serial) মধ্যে অন্যতম হল ‘মিত্তির বাড়ি’। মাস কয়েক হল জি বাংলায় পথচলা শুরু করেছে এই ধারাবাহিক (Serial)। মুখ্য চরিত্রে অভিনয় করছেন আদৃত রায় এবং পারিজাত চৌধুরী। এই কয়েক মাসেই দর্শকদের মনে ছাপ ফেলতে সক্ষম হয়েছিল ধ্রুব জোনাকির গল্প।
আরো পড়ুন : পাকিস্তানেই পরপর নিকেশ ভারত বিরোধী সন্ত্রাসবাদীরা! চমকে দেবে লম্বা লিস্ট
নতুন প্রোমো মিত্তির বাড়ির: টিআরপির ওঠানামা অবশ্য অব্যাহত রয়েছে সিরিয়ালে (Serial)। সাম্প্রতিক টিআরপি তালিকাতেই স্লট হাতছাড়া হয়েছে মিত্তির বাড়ির। এবার সেই হারানো স্লট পুনরুদ্ধার করতে বড় চমক নিয়ে আসছে এই মেগা (Serial)। সম্প্রতি প্রোমোতে দেখা গিয়েছে, একসঙ্গে রঙ খেলায় মেতে উঠেছে ধ্রুব জোনাকি। আর তখনই সেখানে এন্ট্রি নেয় সঞ্জনা।
আরো পড়ুন : ২ মাসে দুবার স্লট বদল, রাতারাতি ঘোষণা নতুন সময়, এই সিরিয়াল নিয়ে বড় সিদ্ধান্ত জলসার!
সঞ্জনা বলে ওঠে, ‘মিত্তির বাড়ির নতুন সদস্যকে ছাড়াই রঙ খেলা শুরু করে দিল ধ্রুব?’ এই প্রোমো দেখেই বেশ শোরগোল পড়েছে দর্শট মহলে। কোন নতুন সদস্য আসছে মিত্তির বাড়িতে? নতুন করে কী ধামাকা করবে সে? আবার অনেকে মনে করছেন, ধ্রুবর ভাইকে বিয়ে করে মিত্তির বাড়িতে পা রাখবে সঞ্জনা। মিঠাই এর পুনরাবৃত্তি হবে বলে মনে করছেন অনেকে। যদিও শেষমেষ কী চমক আসে সেটা জানা যাবে সিরিয়ালের আগামী পর্বে।