বাংলা হান্ট ডেস্কঃ চাকরি থেকে অবসর গ্রহণের পর বহু মানুষ পেনশনের (Pension) ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এই টাকাতেই সংসার চলে অনেকের। এবার এই পেনশন নিয়েই সামনে আসছে বড় খবর! আগামী ১ এপ্রিল থেকে আসছে বড় পরিবর্তন! ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে।
পেনশন (Pension) নিয়ে বড় খবর!
গত বছর আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফায়েড পেনশন স্কিমের (Unified Pension Scheme) কথা ঘোষণা করেছিলেন। এর ফলে প্রায় ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবে। এবার শীঘ্রই এই নতুন পেনশন স্কিম চালু হতে চলেছে। আগামী ১ এপ্রিল থেকেই এই পেনশন প্রকল্প চালু করা হবে বলে খবর। ন্যাশানাল পেনশন স্কিমের অধীনেই ইউপিএস তথা ইউনিফায়েড পেনশন স্কিমের অপশন পাওয়া যাবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রের ঘোষণা, যে সকল সরকারি কর্মী (Government Employees) ন্যাশানাল পেনশন ব্যবস্থার আওতায় রয়েছেন, তাঁরা প্রত্যেকেই ইউনিফায়েড পেনশন স্কিমের সুবিধা পাবেন। তবে কোনও সরকারি কর্মী যদি চান, তাহলে তিনি এনপিএস অপশনও বাছতে পারেন বলে খবর।
আরও পড়ুনঃ ‘মেয়ের বিচারের জন্য…’! সঞ্জয়ের ফাঁসি চেয়ে জোড়া মামলা! হাইকোর্টে উপস্থিত হবেন তিলোত্তমার বাবা-মা?
রিপোর্ট বলছে, ইউনিফায়েড পেনশন স্কিমের (UPS) অধীন ২৫ বছর বা তার বেশি কাজ করা কর্মীরা অবসরের পর মূল বেতনের ৫০% পাবেন। ২৫ বছরের কম তবে ১০ বছরের অধিক সরকারি চাকরি করা কর্মীরাও পেনশনের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। এদিকে যারা ১০ বছরের অধিক সরকারি চাকরি করেছেন, সেই সকল কর্মীরা পেনশন হিসেবে ১০,০০০ টাকা নিশ্চিতভাবে পাবেন।
জানা যাচ্ছে, ২০০৪ সালের পর যে সকল সরকারি কর্মী চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন, তাঁরা প্রত্যেকেই ইউপিএসের অপশন (Pension) পাবেন। এছাড়া এই পেনশন স্কিমের অধীন পারিবারিক কিংবা নির্ভরশীল পেনশনের সুবিধাও মিলবে। এক্ষেত্রে পেনশন হিসেবে সরকারি কর্মচারীর মাইনের ৬০% মিলবে বলে খবর। এই নয়া পেনশন ব্যবস্থা কার্যকর হলে সরকারি কর্মীদের অনেকখানি সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।