টিকিট সংক্রান্ত দুর্ভোগ থেকে মিলবে মুক্তি! যাত্রীদের জন্য বড় পদক্ষেপ রেলের, এখনই নিন জেনে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দিনটা ১৮৫৩ সালের ১৬ এপ্রিল, বোম্বাই (বর্তমান মুম্বাই) থেকে যাত্রা শুরু করে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন। গন্তব্য ছিল থানে। এরপর কেটে গিয়েছে প্রায় দেড় শতাব্দী। ক্রমেই ভারতের পরিবহন ব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে রেল। ভারতের মফস্বল থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল সংযুক্ত হয়েছে ভারতীয় রেল (Indian Railways) নেটওয়ার্কের মাধ্যমে।

ভারতীয় রেলের (Indian Railways) নয়া আপডেট

লোকাল ট্রেনের পাশাপাশি ভারতের মাটিতে চলাচল শুরু করেছে রাজধানী, শতাব্দী, বন্দে ভারত এক্সপ্রেসের মতো অত্যাধুনিক ট্রেন। পরিসংখ্যান বলছে, প্রতিদিন গোটা দেশে লোকাল-দূরপাল্লা মিলিয়ে প্রায় ১৩ হাজার ট্রেন চালিয়ে থাকে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতে ক্ষেত্রে আম আদমির প্রধান মাধ্যম রেল ব্যবস্থা।

আরও পড়ুন : ২১ দিন আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন ভয়াবহ ভূমিকম্পের! ভারতের এই তরুণ জ্যোতিষীকে চেনেন?

আমরা অনেকেই জানি যে দূরপাল্লার ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে আগে থেকে বুক করতে হয় টিকিট। তবে হঠাৎ যদি টিকিট বাতিল করার প্রয়োজন হয় তাহলে অনেক সময়েই সমস্যায় পড়েন যাত্রীরা। অনলাইনের পাশাপাশি রেলের বিভিন্ন বুকিং কাউন্টার থেকে যাত্রীরা বুক করতে পারেন আগাম টিকিট। তবে বুকিং কাউন্টার থেকে কাটা টিকিট বাতিল করতে হলে যাত্রীকে যেতে হয় কোনও বুকিং কাউন্টারেই।

আরও পড়ুন : ছিঃ! জঙ্গি নিধন করতে গিয়ে নির্বিচারে হত্যা নিরীহদের, পাকিস্তান যা করল….

রিজার্ভ টিকিট বাতিল করার জন্য সকাল ৮ টা থেকে রাত ৮ টার মধ্যে যাত্রীকে হাজির হতে হয় বুকিং কাউন্টারে। আবার শনি-রবিবার বন্ধ থাকে টিকিট বুকিং কাউন্টার। অনেক সময়ে টিকিট ক্যানসেল করতে হলে বুকিং কাউন্টারে যাওয়ার ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হন যাত্রীরা। অপচয় হয় সময়ের। এবার যাত্রীদের এই সমস্যা থেকে মুক্তি দিতে ঐতিহাসিক পদক্ষেপ নিল ভারতীয় রেল (Indian Railways)।

New update of Indian Railways.

ভারতীয় রেল (Indian Railways) সূত্রে খবর, বুকিং কাউন্টার থেকে কাটা টিকিট এবার বাতিল করা যাবে অনলাইনে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যাত্রীদের দীর্ঘদিনের এই দাবি মেনে নিয়ে রেল নিয়েছে এমনই সিদ্ধান্ত। দেশের যেকোনও বুকিং কাউন্টার থেকে কাটা টিকিট ঘরে বসেই আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বাতিল করতে পারবেন যাত্রীরা।

কাউন্টার টিকিট অনলাইনে কীভাবে বাতিল করবেন?

• কাউন্টার থেকে কাটা অগ্রিম টিকিট বাতিল করার জন্য যাত্রীদের ভিজিট করতে হবে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট https://www.irctc.co.in/nget/train এ।

• ভিজিট করার পর ইউজার নেম ও পাসওয়ার্ড ইনপুট করে করতে হবে লগইন।

• এরপর প্রদান করতে হবে পিএনআর নম্বর। টিকিটের PNR নম্বর প্রদানের পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে ওটিপি।

• সঠিক OTP প্রদান করলেই অনলাইনে বাতিল হয়ে যাবে ট্রেনের টিকিট।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X