বাংলা হান্ট ডেস্ক : সদ্যই মহামারী কাটিয়ে সুস্থ হয়ে উঠেছে গোটা পৃথিবী। মাস্ক এবং স্যানিটাইজার থেকে মুক্তি মিলেছে। তবে এই মুক্তিতেও তৈরি হয়েছে ভাটা। কারণ ফের চোখ রাঙাচ্ছে করোনার (Covid 19) নয়া ভেরিয়েন্ট (New Variant)। জানা যাচ্ছে XEC নামে করোনা ভাইরাসের (Covid 19) নতুন ভ্যারিয়েন্ট মাথা চাড়া দিয়েছে। ইউরোপে দ্রুত হারে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বহুলোক।
আসছে করোনার (Covid 19) নতুন ভ্যারিয়েন্ট
তবে এই ভাইরাসের নতুন ভেরিয়েন্ট প্রথম ছড়ায় জার্মানিতে। এরপর তার প্রভাব বিস্তার করতে করতে ইংল্যান্ড, আমেরিকা, চিন সহ মোট ২৭টি দেশে ছড়িয়ে পড়ে। গবেষকরা বলেছেন, XEC ভ্যারিয়েন্ট অত্যন্ত ভয়ঙ্কর। এটি একপ্রকার ছোঁয়াচে রোগ। যদিও এখনোও পর্যন্ত ভারতে এই রোগের কোনো হদিশ পাওয়া যায় নি।
সূত্র মারফত জানা গিয়েছে, পোল্যান্ড, নরওয়ে, লুক্সেমবার্গ, ইউক্রেন, পর্তুগাল সহ বিভিন্ন দেশে মোট ৫০০টি নমুনা পরীক্ষায় এর হদিশ মিলেছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, XEC হচ্ছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট KS.1.1 এবং KP.3.3-এর হাইব্রিড রূপ। এই ভ্যারিয়েন্ট আগামী দিনে ডেনমার্ক, জার্মানি, ইংল্যান্ড এবং নেদারল্যান্ডে মহামারীর রূপ নিতে পারে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন : খান ছোট্ট সুপারি! বুড়ো বয়সেও সিংহের মত গর্জন করবে পুরুষত্ব, সুপারি সারায় বড় বড় রোগ!
শুধু তাই নয়, সবথেকে বড় বিষয় হচ্ছে গবেষকরা ধারণা করছেন এই শরতেই নতুন ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। শীতের সময় এটি বিরাট রূপ নিতে পারে। তবে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আগে বিজ্ঞানীরা নতুন ভ্যাকসিনের সুবিধা নিতে চলেছেন।
আর এই রোগের উপসর্গ আর করোনার উপসর্গ একদম একই। জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, মাথাব্যথার ইত্যাদি লক্ষণগুলি এর মূল লক্ষণ।