খেই হারিয়েছে গল্প, TRP গড়িয়ে তলানিতে, দর্শক টানতে নতুন ভিলেনের এন্ট্রি জলসার “ফ্লপ” মেগায়

বাংলাহান্ট ডেস্ক : একদিকে যেমন একের পর এক সিরিয়াল (Serial) শেষ হচ্ছে। তেমনি অন্যদিকে আবার উলটো ছবিও দেখা যাচ্ছে। পুরনো সিরিয়াল নানান টুইস্ট দিয়ে টেনে লম্বা করার চেষ্টা চলছে বটে, তবে দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলছেন। এমনকি দর্শকদের একাংশের তরফেই উঠছে সিরিয়াল (Serial) বন্ধ করার দাবি।

টিআরপি (Serial) তলিয়ে গিয়েছে তালিকার নীচে

বর্তমানে বেশিরভাগ সিরিয়ালেরই (Serial) মেয়াদ হচ্ছে কয়েক মাস। কিছু ব্যতিক্রমী মেগা এক দু বছর টানলেও দর্শকরা অনেক সময় দ্রুত আগ্রহ হারিয়ে বসছেন। তাই টিআরপি কমায় বাধ্য হয়েই শেষ করতে হচ্ছে সিরিয়াল (Serial)। কিন্তু কিছু ক্ষেত্রে ধারাবাহিক বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। ফলে দর্শকরাও কার্যত বিরক্ত হয়ে উঠছেন।

New villain entered in star jalsha serial

কী চলছে গল্পে: এই মুহূর্তে সমস্ত চ্যানেলের সব সিরিয়ালগুলির (Serial) মধ্যে সবথেকে পুরনো ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। সদ্য তিন বছর পূর্ণ করেছে সিরিয়ালটি (Serial)। কিন্তু দর্শকদের অভিযোগ, গল্পে আর জোর নেই। সম্প্রতি সূর্য দীপা আর দুই মেয়ে সোনা রূপার মিলন দেখানো হয়েছে। দর্শকরা তাতে খুশি হলেও এবার ফের আগের ছন্দে ফিরে গিয়েছে গল্প।

আরো পড়ুন : আমেরিকার চালেই হাসিনার পতন? মার্কিন “ষড়যন্ত্র” ফাঁস হতেই ফের শুরু তোলপাড়

এসেছে নতুন টুইস্ট: নতুন করে আবারো টুইস্ট এসেছে সিরিয়ালে (Serial)। এবার ঊর্মিই ভিলেন হয়ে ভুল বুঝতে শুরু করেছে দীপাকে। এদিকে একঘেয়ে গল্পের কারণে এই মুহূর্তে অনুরাগের ছোঁয়ার টিআরপিই সবথেকে কম। উপরন্তু সম্প্রতি অনুরাগের ছোঁয়ার লেখিকা বদলেছে বলে খবর। নতুন মেগার চাপে প্রোমোও আসছে না এই সিরিয়ালের (Serial)। দর্শকদের দাবি, কোন দিকে গল্প এগোচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এবার সিরিয়াল (Serial) শেষ করলেই মঙ্গল।

আরো পড়ুন : হাড্ডাহাড্ডি টক্কর জগদ্ধাত্রী-নিম ফুলের মধ্যে, সেরা নায়িকার পুরস্কার ছিনিয়ে নিলেন কে!

শেষ টিআরপি তালিকায় অনুরাগের ছোঁয়া এবং রোশনাই মিলিত ভাবে তুলেছে ৪.৮ নম্বর। কার্যত তালিকার সবথেকে নীচে চলে গিয়েছে টিআরপি। তাই এবার সিরিয়ালটি শেষ করে দেওয়ার দাবি জানাচ্ছেন দর্শকদের অনেকেই।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর