বাংলা হান্ট ডেস্কঃ তালিবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানের পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। তালিবান শরিয়ত আইন অনুযায়ী আফগানিদের বর্বর সাজা দেওয়া শুরু করেছে। সম্প্রতি তালিবান শাসিত আফগানিস্তানের হেরাত থেকে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে এক ব্যক্তিকে মৃত অবস্থায় ঝুলতে দেখা যাচ্ছে। আফগানিস্তানের সাংবাদিক হিজবুল্লাহ ওই ভিডিওটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘তালিবান সবার সামনে মৃত্যুর সাজা দেওয়া শুরু করেছে। এটা হেরাতের ঘটনা।”
একমাস ১০ দিন হল গোটা আফগানিস্তান দখলে নিয়েছে তালিবান। এরপর থেকেই আফগানিদের দুর্গতি শুরু হয়েছে। সবার কাজ বন্ধ। দেশের অর্থনীতি তলানিতে থেকেছে। দেশের সম্পত্তি আগেভাগেই বিদেশি সংস্থা আর আমেরিকার ফ্রিজ করে দিয়েছে। রাষ্ট্রসংঘও ঘোষণা করেছে যে, আফগানিস্তানের মানুষ খাদ্যাভাবে প্রাণ হারাবে।
Taliban started public executions in the cities.
This is Herat. pic.twitter.com/1fqJNTbTuC
— Hizbullah Khan (@HizbkKhan) September 25, 2021
জানা গিয়েছে যে, তালিবানরা যেই ব্যক্তিকে মেরে সবার সামনে ফাঁসিতে ঝুলিয়ে দেয় তাঁর বিরুদ্ধে এক বাচ্চাকে কিডন্যাপ করার অভিযোগ উঠেছে। আফগানিস্তানে আলিবান ক্ষমতায় আসার পর জনতাকে ফাঁসি দেওয়ার এটা দ্বিতীয় ঘটনা। এই নির্মম সাজার একদিন আগে তালিবানি নেতা মুল্লা নুরুদ্দিন তুরাবি বলেছিল, আফগানিস্তানে আবারও ফাঁসির সাজা ফিরবে, দোষীদের হাত কেটে দেওয়া হবে।