বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে (India) গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম হল Maruti Suzuki। আর এই সংস্থার জনপ্রিয় এবং সর্বাধিক বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে একদম প্রথমসারিতে রয়েছে Maruti Suzuki WagonR। গ্রাহকমহলেও বেশ প্রশংসিত হয়েছে এই গাড়িটি। এমতাবস্থায়, এবার একটি বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Maruti Suzuki তার WagonR-এর জন্য ফ্লেক্স ফুয়েল ভেরিয়েন্ট নিয়ে আসছে।
ইতিমধ্যেই সংস্থাটি ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৪-এ এটি প্রকাশ করেছে। WagonR ফ্লেক্স ফুয়েল ২০২৩-এর দিল্লি অটো এক্সপোতে প্রথম দেখা গিয়েছিল। এমতাবস্থায়, ২০২৫ সালের শেষ নাগাদ এটি বাজারে আসতে পারে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এটিই হবে ভারতের প্রথম মাস-মার্কেট ফ্লেক্স-ফুয়েল কার। চলুন জেনে নিই এই গাড়িটির দুর্দান্ত ফিচার্সগুলি সম্পর্কে।
ইথানল-পেট্রোল মিশ্রিত জ্বালানিতে চলবে: নতুন Maruti WagonR ইথানল-পেট্রোল মিশ্রিত জ্বালানিতে চালানোর মতো করে তৈরি করা হয়েছে। এটি নির্গমন কমাতে সাহায্য করবে। লুকের দিক থেকে নতুন গাড়িটি স্ট্যান্ডার্ড WagonR থেকে আলাদা হবে না। তবে “ফ্লেক্স-ফুয়েল” স্টিকার এটিকে অনন্য করে তুলবে।
আরও পড়ুন: শেষমুহূর্তে নাটকীয় মোড়! মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচের আগে ডার্বি বয়কট লাল-হলুদের
ইঞ্জিন: এই গাড়িতে একটি ১.২-লিটার ন্যাচারাল অ্যাসপিরেটেড চার-সিলিন্ডার ইঞ্জিন থাকবে। যা ৮৮.৫ bhp পাওয়ার এবং ১১৩ Nm টর্ক উৎপন্ন করবে। এছাড়াও, এই গাড়িতে ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনও উপলব্ধ থাকবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এই, নতুন গাড়িটি ইথানল-পেট্রোল মিশ্রিত জ্বালানির জন্য ডিজাইন করা হয়েছে। যার ফলে শুধু দূষণই কমবে না পাশাপাশি পরিবেশেরও কম ক্ষতি হবে। অনুমান করা হচ্ছে যে, এটির পারফরম্যান্সও WagonR-এর পেট্রোল ভেরিয়েন্টের মতোই হবে।
আরও পড়ুন: গ্লোবাল হয়ে উঠল স্বদেশী পেমেন্ট সিস্টেম! এবার UPI-র মাধ্যমে কাটা যাবে আইফেল টাওয়ারের টিকিটও
কবে গাড়িটি বাজারে আসবে: WagonR FF-এর উৎপাদন সংস্করণ ২০২৫ সালের মধ্যে বিক্রি হবে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি, এটির দাম স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের থেকে কিছুটা বেশি হতে পারে। পেট্রোল এবং CNG-র তুলনায় কম খরচে যাতায়াত এবং পরিবেশের কম ক্ষতি করার মাধ্যমে এই নতুন WagonR-ও জনপ্রিয় হবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।