বাংলাহান্ট ডেস্কঃ করোনার (Corona Virus) দ্বিতীয় তরঙ্গের ধাক্কায় লণ্ডভণ্ড পরিস্থিতি দেশে। একেরপর এক রেকর্ড ভেঙে মারণ ভাইরাস করোনা ক্রমে ঊর্ধ্বমুখী। থেমে নেই মৃতের সংখ্যাও। এমন উদ্বেগজনক পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বেহাল স্বাস্থ্য কাঠামো। কোথাও হাসপাতালের বাইরে পড়ে নিথর দেহ, কোথাও স্তূপে পরিণত হল, তো কোথাও শববাহী গাড়ি না পেয়ে মায়ের মৃতদেহ বাইকে চাপিয়ে সৎকারে নিয়ে যাচ্ছে ছেলে।
এমন সংকটজনক পরিস্থিতিতে এখনও পর্যন্ত সাধারণ মানুষের জনসচেতনতার উপরই ভরসা প্রশাসনের। তদুপরি কোভিড বিধিতে আমজনতার থোড়ায় কেয়ার। মানা হচ্ছে না দূরত্ব বিধি, ঠিক মত অনেকেই পরছেন না মাস্ক। কেউ তো আবার মাস্ক পরছেন থুতনিতে। দেশজুড়ে করোনা অতিমারীর এহেন সংকটজনক পরিস্থিতিতে এখনও পর্যন্ত হুঁশ ফিরছে না আমজনতার। এবার করোনা সংক্রমন রুখতে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে নয়া পন্থা অবলম্বন করতে দেখা গেল বারুইপুরের (Baruipur) চম্পাহাটিতে।
সেখানে মাস্ক না পরে কেউ বাইরে বেরোলেই তাঁকে পরানো হচ্ছে পটলের মালা। সাথে দেওয়াও হচ্ছে বিনামূল্যে মাস্ক। আর সেই মাস্ক পরলে তবেই গলা থেকে মালা খোলার অনুমতি মিলছে । পথচলিত মানুষ বা গাড়ির চালক কাউকেই মাস্ক ছাড়া দেখলে নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। এর আগে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে দেখা গিয়েছিল আরও একটি অভিনব পদ্ধতি জনসচেতনতা অভিযান।
সেখানে ওই এলাকার বাজারঘাট, জনবহুল এলাকা, এমনকি প্রত্যন্ত গ্রামের মধ্যে মহিলারাই মাইক ও লাঠি হাতে বেরিয়ে পড়েছিলেন। কাউকে বিনা মাস্কে দেখলেই পিঠে দেওয়া হচ্ছিল লাঠির ঘা! ওই মহিলারা জানিয়েছিল, ‘মানুষকে নানা ভাবে বুঝিয়েও করোনা সচেতনতাই হুঁশ ফেরানো যাচ্ছিল না, তাই শেষে আমাদের রাস্তায় নামতে হল।’