বাংলাহান্ট ডেস্ক : চিনের সামরিক শক্তিবৃদ্ধি ভারতের কাছে চিন্তার বিষয় বলে আগেই জানিয়েছিলেন ভারতীয় (India-Russia) বায়ুসেনা প্রধান। চিন, পাকিস্তান দুই দেশের কাছেই রয়েছে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট। কিন্তু রাষ্ট্রীয় সংস্থার রাফাল সরবরাহেও ঢিলেমি করায় ক্ষুব্ধ হয়েছিলেন ভারত (India-Russia) বায়ুসেনা প্রধান। এদিকে ভারতকে পঞ্চম প্রজন্মের দু দুটি ফাইটার জেট কেনার প্রস্তাব দিয়েছে দুই ‘মিত্র’ দেশ।
ভারতও (India-Russia) তৈরি করছে ফাইটার জেট
ভারতকে (India-Russia) এফ-৩৫ ফাইটার জেট কেনার প্রস্তাব দিয়েছে আমেরিকা। অন্যদিকে রাশিয়াও এসইউ-৫৭ বিমান কেনার প্রস্তাব দিয়েছে ভারতকে। তবে ভারত (India-Russia) নিজেও অবশ্য হাত গুটিয়ে বসে নেই। এদেশেও তৈরি হচ্ছে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট। তবে এখনই তা হাতে পাওয়ার সম্ভাবনা নেই ভারতের। সেক্ষেত্রে সমাধান কী?
প্রস্তাব দিল এই দেশ: এমতাবস্থায় ভারতের (India-Russia) দিকে সহযোগিতার হাত বাড়িয়েছে রাশিয়া। Rosoboronexport সংস্থার তরফে বলা হয়েছে, ভারত (India-Russia) যদি চায়, তাহলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে সুখোই বিমান তৈরি করতে পারে। উল্লেখ্য, এই সংস্থা রাশিয়ায় সুখোই তৈরি করে থাকে। সম্প্রতি এই সংস্থার তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতে সুখোই তৈরি করতে সব রকম সাহায্য করতে প্রস্তুত তারা।
আরো পড়ুন : বড় চমক! কমতে চলেছে GST-র হার, কী জানালেন অর্থমন্ত্রী সীতারামন?
ভারতেও তৈরি হবে উন্নততর বিমান: উল্লেখ্য, ভারত (India-Russia) বর্তমানে উন্নততর চতুর্থ প্রজন্মের সুখোই-৩০ বিমান ব্যবহার করে। তবে রাশিয়ার সংস্থা ভারতকে প্রস্তাব দিয়েছে, ভারত (India-Russia) চাইলে সুখোই ৫৭ এর পরিবর্তে আরো উন্নততর পঞ্চম প্রজন্মের সুখোই-৬০ ফাইটার জেট নির্মাণ করতে পারে।
আরো পড়ুন : “আমার দিকে তো কেউ…”, মাকে ছাড়াই প্রথম সন্তানের জন্ম ‘মিশকা’র, অবশেষে মনের কথা ফাঁস করলেন অহনা
প্রসঙ্গত, রাশিয়ার সংস্থার তরফে বলা হয়েছে, ভারতের যেমন প্রযুক্তি প্রয়োজন, তেমন প্রযুক্তি দিয়েই নির্মাণ করা হবে পঞ্চম প্রজন্মের সুখোই ৬০। ভারতের সঙ্গে যৌথ উদ্যোগেই এই যুদ্ধবিমান নির্মিত হবে বলে জানানো হয়েছে। এবার ভারত এই প্রস্তাবে সাড়া দেয় কিনা সেটাই দেখার অপেক্ষা।