ভারতে জন্য অশনি সঙ্কেত, নিউজিল্যান্ডের প্রথম একাদশে ঢুকছে এই ঘাতক বোলার

বাংলা হান্ট ডেস্কঃ টি-২০ বিশ্বকাপে টিকে থাকার জন্য ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের (New Zealand National Cricket Team) বিরুদ্ধে ভারতকে (India National Cricket Team) জিততেই হবে। টিম ইন্ডিয়া প্রথম ম্যাচ পাকিস্তানের কাছে হেরেছে বলেই, এই ম্যাচ ভারতের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে নামার আগেই আরও একটি চিন্তা সামনে এসে দাঁড়াল ভারতের।

বিশ্বকাপে চোট পেয়ে দল থেকে বাদ যাওয়া নিউজিল্যান্ডের খেলোয়াড় লকি ফার্গুসনের জায়গায় এবার দলে ঢুকেছে জোরে বোলার অ্যাডাম মিলনে (Adam Milne)। আশা করা যাচ্ছে মিলনে রবিবার ভারতের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা করে নেবেন। আর সে নিজের ঘাতক বোলিংয়ের মাধ্যমে ভারতীয় ব্যাটসম্যানদের নাজেহাল করবে।

মিলনে-কে দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে যুক্ত করা হয়েছিল। কিন্তু ফার্গুসনের চোটের কারণে তাঁকে এখন মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে মাঠে নামার কথা ছিল মিলনের। কিন্তু খেলার একটু আগেই জানা যায় যে, ICC তাঁকে আহত খেলোয়াড়ের জায়গায় খেলতে নামার অনুমতি দেয়নি।

Adam Milne

তবে শুধু মিলনেই না, ট্রেন্ট বোল্টও ভারতের জন্য বড়সড় বিপদ হয়ে উঠতে পারে। ভারতীয় ব্যাটসম্যানরা সবময়ই লেফট আর্ম পেসার-র বিরুদ্ধে খেলতে গিয়ে বিপাকে পড়েন। ট্রেন্ট বোল্ট (Trent Boult) সীমিত ওভারের খেলায় বিশ্বের সবথেকে বিপদজনক বোলারের মধ্যে একজন। বোল্ট নিউজিল্যান্ডের জন্য সবসময়ই তুরুপের তাস প্রমাণিত হয়েছে। যখনই কেন উইলিয়ামসনের উইকেটের দরকার থাকে, তখনই বোল্ট নিজের মহিমায় চলে আসেন। বোল্ট নিজের ইনসুইংয়ে বড়বড় ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে পাঠিয়েছেন। তাঁর ইউর্কার সর্বদাই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর