ভারতের চাপ বাড়ালো নিউজিল্যান্ড! আফগানিস্তানকে উড়িয়ে রোহিতদের পেছনে ঠেললো কিউয়িরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই বিশ্বকাপে (2023 ODI World Cup) ভারতীয় দল (Indian Cricket Team) ছাড়া যাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি ছন্দ দেখাচ্ছে তারা হলো নিউজিল্যান্ড (New Zealand)। তারকা ক্রিকেটের উইলিয়ামসনকে ছাড়াই তারা যেভাবে প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে দাপট দেখিয়ে চলেছে তার রীতিমতো প্রশংসনীয়। শক্তিশালী ইংল্যান্ড হোক, আনপ্রেডিক্টেবল বাংলাদেশ হোক বা জায়ান্ট কিলার নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিরুদ্ধে (Afganistan vs New Zealand), তাদের দাপট অব্যাহত থেকে গেছে।

আজ চেন্নাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছিল চোট পাওয়া কেন উইলিয়ামসনবিহীন নিউজিল্যান্ড। কিন্তু আফগানিস্তান তাদের রীতিমতো বিপাকে ফেলে দিয়েছিল শুরুর দিকে। নিয়মিত ব্যবধানে উইকেট হারাচ্ছিল কিউয়িরা। কিন্তু আফগানিস্তানের জঘন্য ফিল্ডিং তাদেরকে একটি বড় লাইফ লাইন দেয়। সবমিলিয়ে আজকের ম্যাচে অন্তত ছয়টি সহজ ক্যাচ মিস করেছে আফগানরা।

তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে টম ল্যাথাম ও গ্লেন ফিলিপ্স নিজেদের মধ্যে ১৪৪ রানের একটি পার্টনারশিপ গড়ে নেন। অভিজ্ঞ আফগান স্পিনারদের দুর্দান্তভাবে সামলে নেন তারা। ৭৪ বলে তিনটি চার ও দুটি ছক্কা সহ ৬৮ রান করেন অধিনায়ক টম ল্যাথাম। ৮০ বলে চারটি চার ও চারটি ছক্কা ৭১ রান করেন গ্লেন ফিলিপ্স। ১২ বলে ২৫ রান করেন চাপম্যান। ২৮৮ রানের টার্গেট আফগানিস্তানের সামনে রেখে দেয় কিউয়িরা।

আরও পড়ুন: ‘আমার প্রিয় দল’, ভারতের বিরুদ্ধে নামার আগে রোহিতদের সাফল্যের রহস্য বাংলাদেশের কাছে ফাঁস সৌরভের

এরপর রান তাড়া করতে নেমে নিয়মিতভাবে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। রহমত (৩৬) ও আজমাতুল্লা (২৭) ছাড়া আর কেউ কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ব্যাট হাতে ইংল্যান্ডের বিরুদ্ধে নায়ক হওয়া গুরবাজ (১১) এইদিন সম্পূর্ণ ব্যর্থ। মাত্র ১৩৯ রানের মধ্যে গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজন কেবলমাত্র ২টি ছক্কা, একসঙ্গে সৌরভের ২ টি রেকর্ড ভাঙার সুযোগ রোহিতের

নিউজিল্যান্ডের বোলাররা এদের দুর্দান্ত বোলিং করেছেন। তারকা ট্রেন্ট বোল্ট ৭ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। ফাস্ট বোলার লকি ফার্গুসন ও স্পিনার অলরাউন্ডার মিচেল স্যান্টনার ৩ টি করে উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন ম্যাট হেনরি এবং রাঁচিন রবীন্দ্র। এই ম্যাচ জিতে পয়েন্টস টেবিলে ভারতকে টপকে গিয়ে রোহিত শর্মাদের ওপর চাপ বাড়ালো নিউজিল্যান্ড। ভারতের পরের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে গত চার সাক্ষাতে তিনটি ম্যাচে হারতে হয়েছে রোহিতদের। তারপরেই ধর্মশালায় মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। চুরির আপাতত দুর্দান্ত ছন্দে রয়েছে এবং ভারত ছাড়া তারাই একমাত্র দল যারা এখনো অবধি টুর্নামেন্টে একটিও ম্যাচ হারেনি। পরপর চারটি ম্যাচ জিতলো তারা বিশ্বকাপে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর