ওয়েলিংটনে নতুন ইতিহাস! উইলিয়ামসন, সাউদিদের দাপটে ধ্বংস হলো ইংল্যান্ডের ব্যাজবল নীতি  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: যতই আধুনিক ক্রিকেটের সংজ্ঞা বদলে যাক, টি-টোয়েন্টি লিগ জনপ্রিয় হোক, টি টেন লিগ আসুক, টেস্ট ক্রিকেট (Test Cricket) চিরকাল শ্রেষ্ঠত্বের বিচারে স্বমহিমায় বিরাজ করবে সমস্ত ফরম্যাটের ওপরে। ওয়েলিংটনের ‘সেলো বেসিন রিজার্ভে’ এই কথাটা আরও একবার প্রমাণ করে দিলেন কেন উইলিয়ামসনরা (Kane Williamson)। প্রচন্ড উত্তেজনা মূলক ম্যাচে তারা বেন স্টোকসের ইংল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs England) তারা জয় পেলো ১ রানের ব্যবধানে।

পরিসংখ্যান বলছে এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র এক রানের ব্যবধানে জয় পেয়েছে কেবলমাত্র একটি দল। ১৯৯৩ সালে স্বর্ণযুগের ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার অ্যাডিলেটে অস্ট্রেলিয়াকেই হারিয়েছিল মাত্র এক রানের ব্যবধানে। ৩০ বছর পর প্রতিবেশী দেশে ঘটলো একই রকম ঘটনা তবে এক্ষেত্রে জয়ের হাসি হাসলেন আয়োজকরা।

new vs eng

প্রথম ইনিংসে হ্যারি ব্রুক (১৮৪) ও জো রুটের (১৫৩*) শতরানের সৌজন্যে ইংল্যান্ড ৮ উইকেট হারিয়ে ৪৩৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিল। জবাবে জেমস অ্যান্ডারসন (৩/৩৭) স্টুয়ার্ট ব্রডদের (৪/৬১) সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কিউইদের প্রথম ইনিংস। শেষপর্যন্ত অধিনায়ক ও তারকা বোলার টিম সাউদির (৪৯ বলে ৭৩) আগ্রাসী ব্যাটে ভর করে হয়ে ২০৯ অবধি পৌঁছায় কিউয়িরা। কিন্তু ফলো-অন করে এরপর ম্যাচের তৃতীয় ইনিংসে ৪৮৩ রান তোলে ব্ল্যাকক্যাপরা। সৌজন্যে প্রাক্তন অধিনায়ক ও তারকা কিউয়ি ব্যাটার কেন উইলিয়ামসন (১৩২) ও টম ব্লান্ডেলের (৯০) অসাধারণ ব্যাটিং।

এরপর জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৮ রানের। কিন্তু রান তারা করতে নেমে সবচেয়ে বড় ধাক্কাটা হয় একটিও বল না খেলে হ্যারি ব্রুকের রান আউট হওয়া। জো রুট চেষ্টা করেছিলেন মরিয়া হয়ে। কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র ৫ রানের জন্য শতরান হাতছাড়া করেন তিনি। নিজেদের ব্যাজবল নীতি ভুলে জমি কামড়ে ধরে দলকে বাঁচানোর চেষ্টা করেছিলেন স্টোকস। কিন্তু ১১৬ বলে ৩৩ রান করে আউট হন তিনি। তাও জয়ের অত্যন্ত কাছাকাছি চলে এসেছিল ইংল্যান্ড।

কিন্তু নীল ওয়াগনারের বলে যখন ইনসাইড এজ লেগে ব্লান্ডেলের দস্তানায় বন্দি হন অ্যান্ডারসন, তখনই তৈরি হয় ইতিহাস। ৩ উইকেট নেন অধিনায়ক সাউদি। ওয়াগনারের ঝুলিতে আসে ৪ উইকেট। প্রসঙ্গত আজকের আগে টেস্ট ক্রিকেটে মাত্র তিনবার ফলো অন করা দল ম্যাচ জিততে পেরেছিল। এই দলগুলি হল ইংল্যান্ড (১৮৯৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ও ১৯৮১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে) ও ভারত (২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে)। সাম্প্রতিক কালের ক্রিকেট ইতিহাসে এটি শ্রেষ্ঠ টেস্ট ম্যাচ হিসেবে গণ্য হবে। এই নিউজিল্যান্ড দলকে ক্রিকেট সমর্থকরা মনে রাখবেন ইংল্যান্ডের নতুন আগ্রাসী ‘ব্যাজবল’ নীতিকে গুঁড়িয়ে জয় পাওয়ার জন্য। তবে প্রথম টেস্টে ইংল্যান্ড জিতেছিল তাই দুই ম্যাচের সিরিজ শেষ হলো অমীমাংসিত ভাবেই।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর