বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় স্পিনারদের সামনে আজ দাঁড়াতেই পারল না নিউজিল্যান্ডের কোনও ক্রিকেটার। হার্দিক পান্ডিয়া সঠিক বোলিং বিভাগ নির্বাচিত করতেই ছিন্নভিন্ন হয়ে গেল কিউয়ি ব্যাটিং অর্ডার। গোটা ২০ ওভার ব্যাটিং করেও আজ ১০০ রানের গন্ডি ছুঁতে ব্যর্থ ব্ল্যাক ক্যাপ্সরা। ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য কেবল ১০০ রান।
আজ হার্দিক পান্ডিয়ার গত দিনের ভুল সামলে মাত্র দুই নিয়মিত পেসার নিয়ে দল নামিয়েছিলেন। কিন্তু সেই দুই পেসার মিলেও মাত্র ৩ ওভার বোলিং করলেন। হার্দিক নিজে ৪ ওভার হাত ঘুরিয়ে খরচ করলেন ২৫ রান। বিপজ্জনক ব্রেসওয়েলকে ফিরিয়েছেন তিনি।
বাকি সময়টা জুড়ে চলল স্পিনারদের জয়জয়কার? দলে ফিরেই পরিচিত ছন্দে চাহাল। বল করলেন ২ ওভার। ১টি মেডেন সহ মাত্র ৪ রান দিয়ে নিলেন ১ উইকেট। কুলদীপ, ওয়াশিংটন, হুডা, কুলদীপও নিলেন ১টি করে উইকেট। সরাসরি ডেথ ওভারে বোলিং করতে এসে অর্শদীপ নিলেন ২টি উইকেট। ২০ ওভারে ৮ উইকেট খুঁইয়ে নিউজিল্যান্ডের স্কোর ৯৯। সর্বোচ্চ ১৯ রান করেন অধিনায়ক স্যান্টনার।
আজ শিবম মাভি ছাড়া প্রত্যেকেই উইকেট পেয়েছেন। মাত্র ১ ওভার বল করে ১১ রান দিয়েছেন তিনি। প্রতিবেদনটি লেখার সময় রান তাড়া করতে নেমে ভারতের স্কোর ৪ ওভার শেষে ১ উইকেট খুঁইয়ে ১৭। ১১ রান করে আউট হয়েছেন গিল।