রোহিত শর্মা বনাম ট্রেন্ট বোল্ট! কিউয়িদের প্রাপ্তন কোচ মাইক হেসন মনে করেন আসন্ন ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজে অন্যতম প্রধান আকর্ষনীয় হতে চলেছে রোহিত বনাম বোল্টের লড়াই।
সদ্য সমাপ্ত ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে বেশ কিছু উত্তেজক লড়াইয়ের সাক্ষী হয়েছিল ক্রিকেট বিশ্ব। যেমন বিরাট কোহলি বনাম মিচেল স্টার্ক, জাসস্প্রীত বুমরাহ বনাম ডেভিড ওয়ার্নার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েও শেষ দুটি ম্যাচে জিতে সিরিজ জিতে নিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। তারপরই আগামী 24 শে জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিটোয়েন্টি সিরিজে নেমে পড়ছে ভারতীয় ক্রিকেট দল। এই টিটোয়েন্টি সিরিজে পাঁচটি টিটোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এই টিটোয়েন্টি সিরিজে চোটের জন্য থাকছে না নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট।
টিটোয়েন্টি সিরিজে না থাকলেও ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে ফিরবেন ট্রেন্ট বোল্ট। তারপর রয়েছে টেস্ট সিরিজ সেই সিরিজেও ট্রেন্ট বোল্টকে পাবে নিউজিল্যান্ড। সেই কারণেই প্রাপ্তন নিউজিল্যান্ড কোচ মাইক হেসন মনে করেন ওয়ানডে এবং টেস্ট সিরিজে যদি পিচে সুইং থাকে তাহলে রোহিত বনাম বোল্টের লড়াই বেশ জমে উঠবে। বাঁহাতি পেসারদের বিরুদ্ধে রোহিতের দুর্বলতার কথা মাথায় রেখে হেসন বলেছেন শুরুর দিকে বোল্টের বলে জোরে মারার চেষ্টা না করে বল দেখে খেলতে হবে তাহলে নিউজিল্যান্ডের ব্যাটিং কন্ডিশন খুব সুন্দর উপভোগ করতে পারবে রোহিত শর্মা। এছাড়াও হেসন মনে করেন নিউজিল্যান্ডের পিচ পেস সহায়ক করা হবে যাতে ভারতীয় ব্যাটসম্যানদের অসুবিধায় ফেলা যায়।