বাংলাহান্ট ডেস্ক : ফের শিশুকেন্দ্রিক সিরিয়াল (Serial) নিয়ে আসছে জি বাংলা। এ খবর আমরাই দিয়েছিলাম সবার আগে। সিরিয়াল নিয়ে আসছে জি বাংলা। এ খবর আমরাই দিয়েছিলাম সবার আগে। জানা গিয়েছিল, আবারও এক মিষ্টি খুদের গল্প নিয়ে নতুন ধারাবাহিক (Serial) আনছে জি বাংলা। পাওয়া গিয়েছিল গল্পের আভাসও। আর এবার সামনে এল ‘দুগ্গামণি ও বাঘমামা’র প্রোমো।
প্রকাশ্যে শিশুকেন্দ্রিক সিরিয়ালের (Serial) প্রোমো
জল্পনা সত্যি করেই সামনে এল নতুন শিশুকেন্দ্রিক সিরিয়ালের (Serial) প্রথম প্রোমো। প্রথম ঝলকে দেখা যায়, ছোট্ট দুগ্গামণি মা দুর্গার সামনে এসে বলছে, সে যে এখানে লুকিয়ে আছে তা যেন কেউ না জানে। তারপরেই তার খেয়াল হয়, আরে! দুর্গা মায়ের তো চক্ষুদানই হয়নি। নিজেই বড় মই টেনে এনে উপরে উঠে মায়ের চক্ষুদান করে দুগ্গামণি। কিন্তু তা করতে গিয়ে মৃন্ময়ী মায়ের মুখের থেকে রঙ লেগে ফুটে ওঠে দুগ্গামণির ত্রিনয়ন।
কী দেখা গেল প্রোমোতে: তারপরেই দেখা যায়, সকলের মনের কথা বুঝে ফেলছে দুগ্গামণি। এমনকি নায়িকার মেয়ে হারানোর যন্ত্রণাও বুঝে ফেলে ছোট্ট দুগ্গামণি। এদিকে তাকে ধরতে চলে আসে অনাথাশ্রমের দুষ্টু মহিলা। প্রথম প্রোমোতেই (Serial) একগুচ্ছ চমক এসেছে দর্শকদের জন্য।
আরো পড়ুন : ছেড়ে কথা বলবেনা চিন! বাংলাদেশের এই ভুলেই ধমক বেজিংয়ের, নড়েচড়ে বসল ইউনূস সরকার
কারা থাকছেন মুখ্য চরিত্রে: প্রথমে শোনা গিয়েছিল, আসন্ন এই সিরিয়ালে (Serial) মুখ্য চরিত্রে দেখা যাবে খুদে কৌশিকী বন্দ্যোপাধ্যায়কে। অডিশনে তার মিষ্টি কথাতেই নাকি এই সিরিয়ালের (Serial) জন্য সিলেক্ট করি হয়েছে তাকে। কিন্তু প্রোমোতে দুগ্গামণি হয়ে ধরা দিলেন ‘কে প্রথম কাছে এসেছি’ খ্যাত মিষ্টি রাধিকা কর্মকার। শুধু তাই নয়, সাহানা দত্তের মিসিং স্ক্রু প্রযোজনা সংস্থার সিরিয়ালেই কামব্যাক করছেন মানালি দে। প্রোমোতেই বড় ধামাকা করেছে আসন্ন সিরিয়াল। দর্শকদের অনেকে ‘ভুতু’র সঙ্গেও কিছুটা মিল পেয়েছেন।
আরো পড়ুন : জব্বর খবর! গল্প ফুরোনোর আগেই নতুন মেগায় “বেঙ্গল টপার” নায়ক, ১ বছর পর কামব্যাক জি এর নায়িকার
প্রসঙ্গত, জি বাংলা বরাবরই শিশু কেন্দ্রিক ধারাবাহিক (Serial) আনার জন্য বেশ জনপ্রিয়। এর আগে ভুতু সিরিয়ালটি বেশ জনপ্রিয় হয়েছিল এই চ্যানেলে। শেষবার বোধিসত্ত্বের বোধবুদ্ধিতে উঠে এসেছিল খুদে শিল্পীদের গল্প। নতুন সিরিয়ালের প্রোমো দেখেও খুব খুশি দর্শকরা।