ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্যাবল ব্রিজের উদ্বোধন, তৈরি হয়েছে কলকাতার বিদ্যাসাগর সেতুর আদলে

বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি দেশের দ্বিতীয় ‘কেবল সাপোর্ট ব্রিজ’ উদ্বোধন করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। এই ব্রিজের প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন তিনি। ব্রিজটির নাম ‘নিউ জুয়ারি ব্রিজ’ (New Zuari Bridge)। জুয়ারি নদীর উপর এই ব্রিজটি অবস্থিত। এটি উত্তর গোয়ার বাম্বোলিন ও দক্ষিণ গোয়ার ভের্না জংশনকে সংযুক্ত করে। নিউ জুয়ারি ব্রিজ হওয়ার ফলে উত্তর ও দক্ষিণ গোয়ার মধ্যে সফরের সময় অনেকটাই কমে যাবে।

নিউ জুয়ারি ব্রিজ ১৭ ও ৬৬ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত। নতুন এই ব্রিজের ফলে বাম্বোলিন, আগাসাইন, কোর্টালিম, সাঙ্কোয়ালে থেকে ভের্না জংশন অবধি সফরের সময় অনেকটাই কমে যাবে। এই ব্রিজে ৮টি লেন রয়েছে। মোট ১৩.২০ কিলোমিটার লম্বা এই প্রকল্প তৈরিতে খরচ হচ্ছে ২ হাজার ৫৩০ কোটি টাকা। 

new zuari bridge

প্রথম পর্যায়ে ৪ লেনের ডানদিকের রাস্তাটি খুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি ভের্না থেকে বাম্বোলিনের ১২ কিলোমিটার লম্বা রাস্তারও উদ্বোধন হয়ে গিয়েছে। গোটা ব্রিজটির নির্মাণ শেষ চলতি বছরেই শেষ হয়ে যাবে। এর ফলে পুরোনো জুয়ারি ব্রিজের উপর থেকে পরিবহনের চাপ কমে যাবে অনেকটাই। এছাড়াও গণপরিবহনে মরগাঁও, পাঞ্জিম এবং ভাস্কো যাওয়ারও সুবিধা করে দেবে এটি।

new zuari bridge

এই প্রকল্পের শিলান্যাস করা হয়েছিল সাত বছর আগে অর্থাৎ ২০১৬ সালে। প্রথমে ঠিক হয়েছিল, এটি শেষ করতে তিন বছর সময় লাগবে। ভোপালের সংখ্যা দিলীপ বিল্ডকন লিমিটেডকে এই প্রকল্পের বরাত দেওয়া হয়। ইউক্রেনের একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম কেবল ব্রিজের কাজ শুরু হয়। তবে কাজ ধীর গতিতে এগোতে থাকে। দিলীপ বিল্ডকন লিমিটেড জানিয়েছে, এ বছরের এপ্রিলের মধ্যে এই ব্রিজ নির্মাণের কাজ শেষ হয়ে যাবে সম্পূর্ণভাবে।

নিউ জুয়ারি ব্রিজ দৈর্ঘ্যে ৬৪০ মিটার। এটিই দেশের দ্বিতীয় বৃহত্তম কেবল সাপোর্ট ব্রিজ। গাড়ি চলাচলের জন্য এর দু’দিকে ৪টি করে লেন রয়েছে। স্টিল ও কংক্রিট ব্যবহার করে এই ব্রিজ তৈরি হয়েছে। এছাড়াও নিউ জুয়ারি ব্রিজে দু’টি ১২৫ মিটার উঁচু টুরিস্ট অবজার্ভটরি টাওয়ার রয়েছে। একইসঙ্গে ঘূর্ণায়মান রেস্তরাঁ এবং আর্ট গ্যালারি রয়েছে। এর ফলে গোয়ার পর্যটনে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

Subhraroop

সম্পর্কিত খবর