বাংলা হান্ট ডেস্ক: আমাদের জীবনে কি তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তেমনি এক নতুন দৃষ্টান্ত তৈরি করল একটি শিশু। ১৫ দিন করোনার সাথে লড়াই করে অবশেষে করোনা মুক্ত সে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক বেসরকারি হাঁসপাতালে। জন্মের পর মাত্র আট দিনের মাথায় কোন আক্রান্ত হয় সে। ডাক্তাররা জানিয়েছেন, শিশুটির জন্ম দেওয়ার আগে তার মায়ের শরীরে কোনও সংক্রমণ ছিল না, কিন্তু ঘরের ফেরার পর সে করোনা আক্রান্ত হয়। এত ছোট বাচ্চা মা ছাড়া থাকা অসম্ভব তাই পিপিই পড়ে থাকতে দেওয়া হলো মাকে তার সঙ্গে।
A newborn baby from Ghaziabad beats COVID-19
“Mother was Covid(-ve) before delivery. After going home she has got infected. The 8-days-old baby also got the virus. Infant has now tested negative for COVID-19, we have discharged newborn after 15 days of treatment,” says Doctor. pic.twitter.com/uo4CRvza2N
— ANI (@ANI) April 30, 2021
https://platform.twitter.com/widgets.js
কিন্তু সমস্ত সতর্কতা সত্ত্বেও ওই বাচ্চাটি করোনা আক্রান্ত হয়।এরপর তাকে ওই বেসরকারি হাঁসপাতালে নিয়ে যাওয়া হয়।এখানে ১৫দিন চিকিতসার পর তার করোনা পরীক্ষা করা হয়।সেই পরীক্ষার ফল আসে নেগেটিভ।এরপর ওই বাচ্চাটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
ডাক্তাররা বলেছেন মায়ের দুধের ক্ষমতা পৃথিবীর যে কোন ওষুধ কে তুরি মেরে উড়িয়ে দিতে সক্ষম।বাচ্চাটির মা বলেছেন খুবই চিন্তায় থাকতেন তিনি এটাই খুব স্বাভাবিক। পীপিই পড়েই দুধ খাইয়েছেন তিনি। আদৌ তার বাচ্চা সুস্থ হবে কিনা এই নিয়ে খুবই দুশ্চিন্তায় দিন কাটিয়েছেন তিনি। তার সন্তান সুস্থ হয়েছে এটা যে কি পরমানন্দ তা একমাত্র মাই বোঝেন।