এই ঝড়ের প্রোকোপেও জন্ম নিল একটি শিশু, নবজাতকের নাম হল ‘ফণী’

 

বাংলা হান্ট ডেস্ক :- সব থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ের মধ্যে এই প্রথম ‘ফণী’ নামক একটি ঝড় আঘাত হানল ভারতবর্ষে।তখন সবে ‘ফণী’ ওড়িশা রাজ্যে তাণ্ডব চালাচ্ছে, তারমধ্যেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন প্রমিতা নামের এক মহিলা ।

 

সকাল ১১টা নাগাদ ওড়িশা যখন ঝোড়ের তান্ডবে ফুসছে তখন ঠিক প্রায় সাড়ে ১১টা নাগাদ জন্ম হয় ওই শিশু কণ্যার। তারপর যখন সদ্যোজাতকে মায়ের কোলে তুলে দেওয়া হয় সেই সময় ওই নবজাতকের নামকরণ করা হয় ‘ফণী।’

fe5c3 1541147096956

শিশুটির মা হলেন একজন বেসরকারি অফিসের কর্মচারী ও তাঁর বাবা অনির্বাণ বাবুও মেয়েকে কোলে তুলে তৃপ্তির কান্না কেঁদেছেন।বর্তমানে মা ও শিশু দুজনেই যথেষ্ট স্বাভাবিক।

সম্পর্কিত খবর