দুর্গাপুর মহাবিদ্যালযের পাশের জঙ্গল থেকে এক সদ্যোজাত সন্তানের দেহ উদ্ধার

 

সনাতন গরাই,দুর্গাপুর: দুর্গাপুর জুড়ে চলছে চরম দুর্নীতি থেকে একাধিক সমাজবিরোধী কাজ।এবার জন্মের পর পৃথিবীর আলো
দেখার আগেই জীবন শেষ।দুর্গাপুরের কিছু পার্কের ভেতর যেভাবে নিরাপত্তা থাকা সত্ত্বেও বিভিন্ন কুকর্ম চলছে,আর দুইদিন পর বাচ্চারাও এই দৃশ্য দেখে বাবা মাকে জিজ্ঞাসা করলে তাদেরও কোনো ভাষা থাকবে না উত্তরের।পার্ক ছাড়াও পুলিশের চোখে ধুলো দিয়ে সমাজবিরোধীরা যেভাবে সমাজে থাবা বসাচ্ছে তার ই ফল এই সদ্যোজাত সন্তান।

সেটা যায় হোক সদ্যজাত শিশু সন্তানকে এইভাবে ফেলে দেওয়া জঘন্যতম কাজ।সোমবার সকালে মহাবিদ্যালয়ের পাশের পেট্রোলপাম্পের জঙ্গল থেকে স্থানীয়রা প্রথমে ওই সদ্যোজাত সন্তানটিকে পরে থাকতে দেখে পরে স্থানীয়রা একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে খবর দেয়।সেখানের একজন আসেন এবং দুর্গাপুরের পুলিশকে খবর দেয়।ঘটনাস্থলে এসে দুর্গাপুর থানার পুলিশ এসে সদ্যোজাত সন্তানটিকে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।সেইখানে চিকিৎসকেরা ওই সদ্যোজাতটিকে মৃত বলে ঘোষণা করে।

IMG 20190709 WA0001

এই সব দিকে প্রশাসন করা পদক্ষেপ গ্রহণ না করলে দুর্গাপুরের বুকে আরো কত সদ্যোজাতকে এই ভাবে পৃথিবীর আলো দেখার আগে চলে যেতে হবে সেটা কারোরি জানা নেই।


সম্পর্কিত খবর