এই প্রথম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের অন্নপ্রাশন পালন

 

পূর্ব মেদিনীপুর কোলাঘাট..এ যেন এক অভিনব অনুষ্ঠান। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছোট ছোট ছেলে মেয়েদের পালন করা হলো অন্নপ্রাশন। এমন এই অভিনব অনুষ্ঠান পালন করা হলো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পয়াগ আইসি ডি এস সেন্টারে বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ৬ মাস থেকে ৯ মাস বয়সি গ্রামের শিশুদের নিয়ে পালন করা হলো এই “অন্নপ্রাশন ” নামক অনুষ্ঠান। অন্যান্যদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেওয়া হতো ডিম,খিঁচুড়ি।তবে আজকের মেনুটা সম্পর্ণ ভিন্ন। সকালে গ্রামের মানুষজনদের দেওয়া হলো মিষ্টি আর পায়েশ। তবে এদিন এই অন্নপ্রাশন অনুষ্ঠানে যাদের অন্নপ্রাশন হলো তাদেরও মুখে মিষ্টি আর পায়েশ মুখে তুলে দিলেন পয়াগ অঙ্গনওয়াড়ি কেদ্রের শিক্ষিকা অনিতা প্রামানিক। এদিন ১০ জন ছোট শিশুর অন্নপ্রাশন পালন করা হয়। এদিন শিক্ষিকা অনিতা দেবী জানান,প্রায় ১৫ বছর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষিকার কাজ করছেন।

 

তবে এমন এই অভিনব উদ্যোগ এই প্রথম।তিনি আরও জানান,কয়েকদিন আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ব্লকের বিভাগীয় দপ্তর দপ্তর থেকে বার্তা পাঠানো হয়। ব্লকের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালনের জন্য।

IMG 20190810 WA0004

সেই কারনেই এই অভিনব উদ্যোগ। তাই নির্দিষ্ট স্কুল ঘর না থাকায় গ্রামের ক্লবঘর ও আটচালায় সকাল থেকে বেলুন দিয়ে সাজিয়ে বাচ্চাদের পায়েশ ও মিষ্টমুখ করে পালন করা হয় এই অন্নপ্রাশন অনুষ্ঠান। এই অভিনব উদ্যোগ যেন প্রতিবছর হয় এমনটাই দাবী গ্রামবাসীদের।


সম্পর্কিত খবর