‘এই’ বিষয়গুলিতে আর করা যাবে না অফলাইন আবেদন! বিরাট পদক্ষেপ উচ্চ মাধ্যমিক বোর্ডের

বাংলা হান্ট ডেস্কঃ বদলাচ্ছে সময়, আর তার সাথে পাল্লা দিয়ে বদলাচ্ছে যুগ, বদলাচ্ছে পরিস্থিতি। এবার প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিরাট পদক্ষেপ নিচ্ছে উচ্চ মাধ্যমিক বোর্ড (West Bengal Higher Secondary Board)। যার মাধ্যমে আর অফলাইনের ওপর নির্ভর করে থাকতে হবে না পড়ুয়াদের। এবার আসছে আমূল পরিবর্তন।

পড়ুয়াদের জন্য খুব ভালো খবর নিয়ে এসেছে উচ্চ মাধ্যমিক বোর্ড। এবার থেকে অফলাইনে আবেদন করার দিন হল শেষ। অযথা সময় ব্যায় করে আর অফলাইনের অপেক্ষায় বসে থাকতে হবে না। অনলাইনেই (Online) ডুপ্লিকেট নথি (Documents) হাতের মুঠোয় পেয়ে যাবেন পড়ুয়ারা।

   

জানিয়ে রাখি, “অনলাইন স্টুডেন্ট পোর্টাল” চালু করা হল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের তরফে। ইতিমধ্যেই এই মর্মে নোটিশ জারি করেছে উচ্চ মাধ্যমিক বোর্ড। সেই বিজ্ঞপ্তিতেই এই বিষয়ক তথ্য সম্পর্কে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: Breaking: নিয়োগ দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বসু-কে তলব CBI-র! শোরগোল রাজ্যে

কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে? উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের দেওয়া সেই নোটিশে বলা হয়েছে, সবাইকে জানাতে পেরে আনন্দিত যে কাউন্সিল 01 সেপ্টেম্বর, 2023 তারিখে একটি “অনলাইন স্টুডেন্ট পোর্টাল” চালু করতে চলেছে। এর মাধ্যমে উচ্চ মাধ্যমিকের (H.S) ডুপ্লিকেট রেজিস্ট্রেশন, ডুপ্লিকেট অ্যাডমিট ডুপ্লিকেট মার্কশিট, ডুপ্লিকেট সার্টিফিকেট, মাইগ্রেশন ইত্যাদি পাওয়া যাবে। এর মাধ্যমেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, ভর্তি, মার্কশিট এবং সার্টিফিকেট সংশোধন করাও যাবে।

students

আরও পড়ুন: ভাঙবে পূর্বের সব রেকর্ড! আজ থেকে এই ১১ জেলায় ঝেঁপে ঝড়-বৃষ্টি, জারি হলুদ, কমলা সতর্কতা

এখন থেকে পড়ুয়ারা অনলাইনেই আবেদন করতে পারবেন। উপরোক্ত এই বিষয়গুলিতে আর কোন অফলাইন আবেদন করা যাবে না। মনে করা হচ্ছে উচ্চ মাধ্যমিক বোর্ডের এই পদক্ষেপে অনেকটা সুবিধা হবে পড়ুয়াদের। সময় সাশ্রয়ও করা সম্ভব হবে।

নিম্নে কাউন্সিল পোর্টালের লিংক দেওয়া হল:

https://wbchseapp.wb.gov.in/port al/dashboard_student!

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর