বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিন নানান অদ্ভূত বিষয় চোখে পড়ে। তার মধ্যে বেশ কিছু পোস্ট হয়ে যায় ভাইরাল (viral)। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি পোস্টে।
সম্প্রতি একজন নিউজ অ্যাঙ্করের (news anchor) ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখার পর অনেকেই ওই মহিলা অ্যাঙ্করের উপস্থিত বুদ্ধির তারিফ করছেন। ভিডিওতে ওই মহিলা নিউজ অ্যাঙ্করকে লাইভ শোতে খবর পড়তে দেখা যায়। খবর পড়তে পড়তেই আচমকা মহিলার মুখের সামনের দিকের একটি দাঁত আলগা হয়ে খুলে বাইরে বেরিয়ে আসে।
এদিকে খবরের সরাসরি সম্প্রচার চলছে। এমন অবস্থায় ক্যামেরার সামনে থেকে ওঠা তো দূর পেছনে ঘুরে দাঁত ঠিকও করতে পারবেন না তিনি। এমন অবস্থায় খুব সাবলীল ভাবে ওই অ্যাঙ্কর মুখের সামনে হাত নিয়ে হালকা করে দাঁতটি নিজের মুঠোর মধ্যে নিয়ে নেন। তাঁর উপস্থিত বুদ্ধির জোরে বেঁচে যায় লাইভ শোটি।
https://www.instagram.com/p/CCqr6gsJ-1_/?igshid=znp45r16pign
এই ঘটনা ইউক্রেনের। ওই নিউজ অ্যাঙ্করের নাম মারিচকা পডল্কো। এই ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই শেয়ার করেছেন ওই নিউজ অ্যাঙ্কর। তিনি জানান, এমন ঘটনা তাঁর ২০ বছরের পেশাগত জীবনে এই প্রথম। তিনি আরও লেখেন, ‘ওই সময় লাইভ নিউজ রিপোর্ট চলছিল। এই অবস্থায় আমাকে শান্ত থাকতে হত। কোনও ভাবে পুরো বিষয়টা ম্যানেজ করে আমি খবর পড়া চালু রাখি।’