‘দীপুদা’ অতীত! এবার নতুন দার্জিলিং তৈরির ডাক দিলেন মমতা, কোথায় হবে জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার সপ্তম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের সমাপ্তি ভাষণ থেকে সবুজে ঘেরা উত্তরবঙ্গকে নিয়ে বিরাট ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সব ঠিকঠাক চললে আগামীদিনে উত্তরবঙ্গে (North Bengal) আইটি হাব গড়া হবে। জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি নতুন করে দার্জিলিং (New Darjeeling) গড়ে তোলার ডাক দিলেন মুখ্যমন্ত্রী।

mamata banerjee 9

নতুন দার্জিলিং গড়ার ডাক

দীঘা, পুরী, দার্জিলিং ‘দীপুদা’কে নিয়েই বাঙালির আবেগ-ভালোবাসা। এবার পর্যটন শিল্পের প্রসারে দার্জিলিংয়ের মতোই আরও একটি হিল স্টেশন তৈরির কথা জানালেন মমতা। উত্তরবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে থাকা পর্যটনকেন্দ্র গুলিকে মিলিয়ে উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে আরও সম্প্রসারিত করতে নয়া দার্জিলিং গড়ার পরিকল্পনার কথা জানালেন মমতা।

আরও পড়ুন: জীবনের সবথেকে বড় সমস্যার মুখোমুখি অভিষেক! কী হয়েছে নেতার? জানলে চোখে জল আসবে

বুধবার মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের একটা নতুন দার্জিলিং তৈরি করতেই হবে। আমি আইটি ইন্ডাস্ট্রিকে বলব দার্জিলিং, কার্শিয়ং কালিম্পং, মিরিকে আইটি ইন্ডাস্ট্রি তৈরি করুন।” অর্থাৎ কালিম্পং, কার্শিয়াং, মিরিককে নিয়ে এবার তৈরি হতে পারে নতুন দার্জিলিং।

পর্যটন শিল্পের প্রসারে জোর

প্রসঙ্গত ক্ষমতায় আসার পর থেকেই বাংলায় পর্যটন শিল্পের প্রসারের উপর বাড়তি জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের অর্থনীতির উন্নতি ঘটাতে গেলে যে পর্যটন শিল্পের সম্প্রসারণ অত্যন্ত প্রয়োজন সেই নিয়ে কোনও দ্বিধা নেই। তাই আগামীদিনে উত্তরবঙ্গের পর্যটন শিল্পের ওপর বিশেষ জোর দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

mamata banerjee health

ইতিমধ্যেই রাজ্য সরকারের উদ্যোগে এবং স্থানীয় মানুষের সহযোগিতায় ঘন অরণ্যেও একাধিক হোম স্টে গড়ে তোলা হয়েছে। পাহাড়ে পর্যটন শিল্পের সম্প্রসারণ হলে আরও অধিক মাত্রায় পর্যটকেরা আসবেন। ফলে পাহাড়ের মানুষের রোজগার বাড়বে। গতকাল বাংলায় বিনিয়োগের জন্য শিল্পপতিদের আহবান জানিয়ে মমতা বলেন, ‘এখানে আপনারা ১০০০ টা হোটেল খুললেও রোজ বুকিং পাবেন আমি আপনাদের সেই বিষয়ে আশ্বস্ত করছি। আমাদের এখানে গভীর সমুদ্র, গভীর জঙ্গল, হিমালয়ার পার্বত্য অঞ্চল আছে। এখানেই আপনি ক্রেতা পাবেন। বাংলা উত্তর পূর্বের গেটওয়ে, নেপাল, ভুটান ও বাংলাদেশের সীমানা। বাংলার মত ভালো পর্যটনস্থল আর কোথাও নেই। “

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর