কিম জং এর মৃত্যুর খবর ভুয়ো? সমস্ত গুজবের অবসান ঘটিয়ে এলেন জনসমক্ষে

বাংলাহান্ট ডেস্কঃ যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ফের জনসমক্ষে এলেন উত্তর কোরিয়ার (North Korea) শাসক কিম জং উন (Kim Jong Un)৷ উত্তর কোরিয়ার সরকারি সংবাদসংস্থার খবরে এমনই দাবি করা হয়েছে ৷ কুড়ি দিন পরে এই প্রথমবার সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে কিমকে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (Korean Central News Agency)  খবর অনুযায়ী, রাজধানী পিয়ং ইয়ং-এর কাছে একটি নতুন সারর কারখানায় উপস্থিত হন কিম৷ সেই সময় কিমের সঙ্গে তাঁর বোন ইয়ো জং-ও হাজির ছিলেন৷ তবে কিমের জনসমক্ষে আসার দাবি করলেও উত্তর কোরিয়ার সংবাদসংস্থা এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করেনি৷ সংবাদসংস্থার সম্প্রচারিত খবর অনুযায়ী, কিমের এই উপস্থিতি তাঁর স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় কৌতূহলের অবসান ঘটিয়েছে৷ উদ্বোধনের পর গোটা কারখানা ঘুরে দেখেন কিম৷ অনেকের সঙ্গে কথাও বলেন তিনি৷

kin jong j

কিমকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ”এখন কিমের অবস্থা ভালোই আছে। ও সুস্থ আছে। আমি সব জানি। কিন্তু এখন কিছু বলব না।’ গত কয়েকদিন ধরেই মার্কিন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছিল, হৃদযন্ত্রের অস্ত্রোপচার সফল না হওয়ায় অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন কিম জং উন৷ শুধু তাই নয়, তাঁর ব্রেন ডেড হয়েছে বলেও কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছিল৷ চিন থেকে চিকিৎসকদের একটি দল উত্তর কোরিয়ায় পৌঁছেছে বলেও শোনা গিয়েছিল৷ তবে কিমের শারীরিক অবস্থা নিয়ে সরকারিভাবে উত্তর কোরিয়ার তরফে কিছুই জানানো হয়নি৷

kim jong un sk

উত্তর কোরিয়ার তরফে কিছু না বলা হলেও প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া দাবি করেছিল, কিমের কিছুই হয়নি৷ সেদেশের এক মন্ত্রীর দাবি ছিল, সম্ভবত করোনা সংক্রমণের ভয়ে নিজেকে অন্তরালে রেখেছেন কিম৷ উত্তর কোরিয়া অবশ্য দাবি করেছে, তাদের দেশে করোনা (corona) সংক্রমণের একটিও ঘটনা ঘটেনি৷


সম্পর্কিত খবর