বাংলাহান্ট ডেস্ক : ডিজিটাল মিডিয়াকে ( Digital Media) নিয়ন্ত্রণ করার জন্য এবং প্রিন্ট মিডিয়ার (Print Media) সমান মান্যতা দেওয়ার জন্য নতুন বিল আনছে কেন্দ্রীয় সরকার (Central Government)। এই বিল পাস হলেই প্রিন্ট মিডিয়ার মতো ওয়েব মিডিয়াকেও (Web Media) রেজিস্ট্রেশনপর আওতায় আসতে হবে। এতদিন পর্যন্ত রেজিষ্ট্রেশনের নিয়ম শুধুমাত্র খবরের কাগজের (News Paper) জন্য বাধ্যতামূলক ছিল।
ভারত সরকার ১৫৫ বছরের পুরনো প্রেস এণ্ড রেজিষ্ট্রেশন অফ বুকস আইনকে সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে। এই জায়গায় আসতে চলেছে নতুন বিল। যার নাম হবে, ‘প্রেস এণ্ড রেজিষ্ট্রেশন অফ পিরিওডিক্যাল বিল’। এই বিল কার্যকর হলেই খবরের কাগজ এবার খুব সহজেই রেজিষ্ট্রেশন করাতে পারবে। এরই সঙ্গে এই বিলের আওতায় আনা হবে ডিজিটাল মিডিয়াকেও। অনুমান করা হচ্ছে বাদল অধিবেশনেই এই বিল পাশ করার চেষ্টা করবে সরকার।
জানা যাচ্ছে, নতুন এই বিল প্রেস রেজিষ্ট্রেশন এণ্ড বুকস অ্যাক্টের ১৮৬৭-এর জায়গা নেবে। নতুন এই বিলের দ্বারা মধ্যবিত্ত এবং ছোট প্রকাশকরা খুব সহজেই রেজিষ্ট্রেশন করাতে পারবেন। এরই সঙ্গে সঠিক মূল্যায়ন করা হবে সংবাদমাধ্যমের স্বাধীনতাও।
সূত্র মারফত জানা যাচ্ছে, ২০১৯ সালেই প্রেস এণ্ড রেজিষ্ট্রেশন অফ পিরিয়ডিক্যাল বিলের খসড়া তৈরি হয়ে গিয়েছিল। সেই সময়ই খবরের কাগজের রেজিষ্ট্রেশন পদ্ধতি সহজ করার সাথে সাথেই ডিজিটাল মিডিয়াকেও এর আওতায় আনার চেষ্টা করা হবে। ২০১৯ সালেই বলা হয়েছিল এই ডিজিটাল মিডিয়া ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল সহ যেকোনও মাধ্যমেই প্রচার করা যাবে। টেক্সট, অডিও, ভিডিও এবং গ্রাফিক্সের সাহায্য নিয়ে প্রচারিত হবে ডিজিটাল মিডিয়া।