বাংলাহান্ট ডেস্কঃ শুধু সংবাদ (news) প্রচার করাই নয়, সংকটকালে সচেতনতার প্রচারেও সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার শুরু থেকেই বিশ্ববাসীর কাছে সচেতনতার বার্তা তুলে ধরছে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম। এবার সেই সচেতনতা ছড়াতে অভিনব উদ্যোগ নিল শ্রীনগরের এক উর্দু সংবাদপত্র।
‘রশ্মি’ ( rosni) নামের ঐ উর্দু সংবাদ পত্রের প্রতিটি কপিতে পাঠকের জন্য উপহার হিসাবে রয়েছে একটি করে ত্রিস্তরবিশিষ্ট মাস্ক। পাশাপাশি সংবাদপত্রের তরফ থেকে প্রতিটি পাঠককে মাস্ক পরতে আহ্বানও করা হয়েছে৷ করোনা কালে এই মুহুর্তে মাস্ক ব্যবহার বাড়াতে সংবাদ পত্রের এই উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছে গোটা দেশ।
সংবাদপত্রের সম্পাদক জাহুর শোরা জানিয়েছেন, “আমরা এই বার্তাটি জনগণের কাছে পৌঁছে দেওয়া গুরুত্বপূর্ণ মনে করেছি এবং এটি মাস্ক পরার গুরুত্ব বোঝার জন্য এটি একটি ভাল উপায়”। ইতিমধ্যেই সংবাদ পত্রের এই উদ্যোগ ভাইরাল হয়ে গিয়েছে নেট পাড়াতেও।
Thread : This is the front page of #Urdu daily #Roshni published from #Srinagar. Today, a mask was distributed free along with each newspaper. The caption besides the mask reads, "Mask ka istemal zaroori hai" meaning “its necessary to use (wear) a mask”. pic.twitter.com/QQJweX9jIb
— Mahtab महताब مہتاب (@MahtabNama) July 21, 2020
সংবাদপত্রটির এক নিয়মিত পাঠক শ্রীনগর নিবাসী জুবেইর আহমেদ জানিয়েছেন, “একটি সংবাদপত্রের দাম ২ টাকা এবং যদি প্রকাশক যদি এটির সাথে একটি বিনামূল্যে মুখোশ দিচ্ছেন, তারা চান কেবল লোকেরা এর গুরুত্ব সম্পর্কে সচেতন হন, তবে আমাদের অবশ্যই এটির প্রশংসা করতে হবে। যদিও কিছু লোক বাড়িতে এই সংবাদপত্রটি পড়ে, এটি একটি বৃহত্তর বার্তা পাঠায় “।
https://twitter.com/amiya_mohan/status/1285900590829015045?s=19
প্রসঙ্গত, সোমবার জম্মু ও কাশ্মীরে সর্বোচ্চ একদিনের স্পাইক রেকর্ড করা হয়েছে। একদিনে 751 করোনভাইরাস সংক্রমণের ঘটনা ঘটে সেখানে। গত ২৪ ঘণ্টায় মৃত দশজন।