যোগীর বিজ্ঞাপনে বাংলার উড়ালপুলের ছবি, অবশেষে সাফাই দিল সংবাদমাধ্যম, সরব হলেন শুভেন্দুও

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় উত্তর প্রদেশ সরকারের একটি বিজ্ঞাপনের ছবি ভাইরাল হয়, যেখানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর একটি উড়ালপুল দেখানো হয়েছিল। রাজ্যের উন্নয়নের ছবি তুলে ধরতেই সেই বিজ্ঞাপন ছাপা হয়েছিল। আর সেই বিজ্ঞাপন ছাপা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদমাধ্যমের কাঁধে।

কিন্তু বিজ্ঞাপনে বড়সড় একটি ভুলের কারণে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। আসলে বিজ্ঞাপনে যেই উড়ালপুলটি দেখানো হয়েছে, সেটি উত্তর প্রদেশের না। ওই উড়ালপুল কলকাতার। আর সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের ছবি ভাইরাল হতেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপিকে একের পর এক নিশানা করা হয়।

বাংলার উড়ালপুলের ছবি দেখিয়ে নজরকাড়া ওই বিজ্ঞাপন নিয়ে সাফাই দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তাঁরা জানিয়েছে যে, তাঁদের অনিচ্ছাকৃত ভুলের কারণে এতবড় বিতর্কের সৃষ্টি হয়েছে। আর এরজন্য তাঁরা ক্ষমাপ্রার্থী। অন্যদিকে উত্তর প্রদেশ সরকারও বিজ্ঞাপনে এত বড় একটি চুল থাকার জন্য ওই সংবাদমাধ্যমকেই দায়ী করেছে।

এরপরই রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী নিজের টুইটারে একটি পোস্ট করে রাজ্য সরকারকে বিঁধেছেন। তিনি লিখেছেন, যোগী সরকার এমনিতেই উন্নয়নে এগিয়ে রয়েছে। উত্তর প্রদেশ সরকারকে অন্য রাজ্যের থেকে ছবি ধার করার দরকার পড়েনা। তিনি মমতা সরকারকে পাল্টা তোপ দেগে বলেন, যেই রাজ্য দুর্নীতিতে ভরা এবং সরকার নিজের কাজে ব্যর্থ সেই রাজ্য থেকে উত্তর প্রদেশের ছবি ধার করার প্রয়োজন পড়েনা।


Koushik Dutta

সম্পর্কিত খবর