বাংলাহান্ট ডেস্ক : শিয়ালদহ মেট্রোর উদ্বোধনের রেশ কাটতে না কাটতেই কলকাতাবাসীর জন্য চলে এল আরো এক সুসংবাদ। হিডকোর উদ্যোগে তিলোত্তমার বুকে তৈরি হচ্ছে নতুন আন্ডারপাস। নিউটাউন থেকে বিমানবন্দর পর্যন্ত এই দীর্ঘ আন্ডারপাস তৈরী হলেই শহরবাসী রেহাই পাবে যানজটের হাত থেকে। সেই সঙ্গে এক নিমেষেই পৌঁছে যাওয়া যাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।
সূত্রের খবর, কলকাতা শহরের অত্যাধুনিক এলাকা নিউটাউন-রাজারহাট এবার আরও সুজজ্জিত হয়ে উঠতে চলেছে। সম্পূর্ণ বিদেশি প্রযুক্তির সাহায্যে তৈরি এই আন্ডারপাস দিয়ে গাড়ি ছুটবে নিউটাউন পর্যন্ত। ফলে, ট্রাফিকের ভিড় এড়িয়ে হাতে অল্প সময় থাকলেই আপনি নিউটাউন টু বিমানবন্দর নিয়মিত যাতায়াত করতে পারবেন।
জানা গিয়েছে, প্রথম পর্যায়ে নিউটাউনের বিশ্ববাংলা গেট থেকে নারকেলবাগান পর্যন্ত দীর্ঘ একটি পথ তৈরি হবে। পরের ধাপে কলকাতা বিমানবন্দর পর্যন্ত সেটি বিস্তৃত করা হবে। ৬৮ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান এই আন্ডারপাসটির প্রথমে ৩২০ মিটার দীর্ঘ তৈরী করা হবে বলেই উল্লেখ করা হয়েছে। নিউটাউন বিশ্ববাংলা গেট থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত এই আন্ডরপাসটি মূলত চারটি লেনে ভাগ করা থাকবে। এই আন্ডরপাসে গাড়ি চলাচলের আলাদা করিডর এবং পথচারিদের জন্য আলাদা লেনের বন্দোবস্ত থাকবে। অত্যাধুনিক আলোয় মোড়া গোটা সুড়ঙ্গপথের নির্দশন বিশ্বের একাধিক দেশে থাকলেও ভারতে এই ধরণের ভূগর্ভপথ প্রথমবারের জন্য তৈরী হচ্ছে।
রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন, “এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ রয়েছে। কিন্তু, বাংলার সঙ্গে আর্থিক বঞ্চনা করেই চলেছে কেন্দ্র। ফলে কেন্দ্রের দিকে না তাকিয়ে রাজ্যের তরফেই ইতিমধ্যেই এই প্রকল্প রূপায়নের কাজ শুরু হয়ে গিয়েছে।” তবে, নতুন এই আন্ডারপাসের সৃষ্টি কলকাতাবাসীকে নিত্যদিনে যাতায়াতের সংকট থেকে কিছুটা হলেও যে স্বস্তি দেবে একথা বলাই বাহুল্য।