বাংলা হান্ট নিউজ ডেস্ক: আরও একটা বিশ্বকাপের নকআউট পর্যায়ে এবং আরও একবার নিউজিল্যান্ডের জন্য অপেক্ষা করে থাকা একরাশ হতাশা। ছবিটা গত কয়েক বছরে ক্রিকেটপ্রেমীদের খুবই পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। টুর্নামেন্টের শুরু থেকেই তাদের নিয়ে সাধারণত কেউ খুব একটা বড় প্রত্যাশা রাখেন না। তা সত্ত্বেও সকলকে অভিভূত করে তারা এমন অবস্থায় পৌঁছে যায় যেখান থেকে লোকে মনে করে যে কাপটা নিউজিল্যান্ডে গেলে অবাক হওয়ার কিছু নেই। সেখান থেকে গিয়ে আবার হতাশা।
এবারও পরিস্থিতিটা একই রকম হয়েছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা সমৃদ্ধ গ্রুপ থেকে শীর্ষস্থান অধিকার করে সেমিফাইনালে পৌঁছানোর ঘটনা নেহাত কম কৃতিত্বের নয়। কিন্তু দৌড় ফের একবার থেমে গেল সেই সেমিফাইনালেই। পরিসংখ্যান বলছে ক্রিকেটের ইতিহাসে মোট ১০ বার কোন মেজর আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে নিউজিল্যান্ড।
অবশ্য শুধু সেমিফাইনাল নয়, পরিসংখ্যান বলছে চারবার কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে হারের মুখ দেখতে হয়েছে তাদের। ক্রিকেট খেলিয়ে দেশগুলির মধ্যে যা সর্বোচ্চ। নিউজিল্যান্ডের এই করুন পরিসংখ্যানের পরিবর্তন হয়ে যায় একটি মাত্র প্রতিপক্ষের সামনে পড়লে। সেই প্রতিপক্ষ আর কেউ নয়, প্রতিপক্ষটি হল ভারত।
একটা অত্যন্ত আজব পরিসংখ্যান উঠে এসেছে নিউজিল্যান্ডকে কেন্দ্র করে যার খুব গুরুত্বপূর্ণ একটা আঙ্গিক হলো ভারত। সেই হিসেবে বলছে এখনো অবধি মেজর আইসিসি টুর্নামেন্টে ফাইনাল ও সেমিফাইনাল মিলিয়ে মোট ২১ টি ম্যাচ খেলেছে কিউয়িরা। তার মধ্যে তারা তিনবার মুখোমুখি হয়েছে ভারতীয় ক্রিকেট দলের। ভারতীয় সমর্থকরা নিউজিল্যান্ড ক্রিকেট দলকে পছন্দই করেন কিন্তু তারা এটা শুনলে হতাশ হবেন যে ওই তিনবারের সাক্ষাতে বাড়ি ভারতের কপালে জুটেছে হারের লজ্জা।
২০০০ সালে সৌরভের নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, ২০১৯ সালে বিরাট কোহলির নেতৃত্বে ওডিআই বিশ্বকাপ ফাইনাল এবং ২০২১ সালে কোহলির অধিনায়কত্বেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, তিন ক্ষেত্রেই ভারতকে নিউজিল্যান্ডের কাছে হারের মুখ দেখতে হয়েছে। দুঃখের ব্যাপার নিউজিল্যান্ডের যে দুটি আইসিসি ট্রফি রয়েছে সেই দুটি জুটে ছিল ভারতকে হারিয়ে। সৌরভ গাঙ্গুলীর ভারতীয় দলকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল কিউয়িরা। আর গত বছর কোহলির ভারতীয় টেস্ট দলকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন উইলিয়ামসনরা। অথচ এই বাকি ১৮ টি ম্যাচের মধ্যে মাত্র ৪ টি ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড ওই ৪ টি ম্যাচে ছিল সেমিফাইনাল। এর থেকে এটাই বোঝা যায় যে বড় টুর্নামেন্টগুলির নকআউট পর্যায়ে ভারত ছাড়া অন্যান্য সমস্ত দলের বিরুদ্ধে স্বাচ্ছন্দ্য বোধ করে না ব্ল্যাক ক্যাপ্সরা।