বাংলাহান্ট ডেস্ক : এবারের মতো সমাপ্তি ঘটল মহাকুম্ভের। চলতি বছরের মহাকুম্ভের আয়োজন করা হয়েছিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ২০২৭ সালে পরবর্তী কুম্ভমেলা (Kumbh Mela) আয়োজিত হতে চলেছে মহারাষ্ট্রের নাসিকে। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ২০২৭ সালের কুম্ভমেলা আয়োজনের প্রস্তুতি।
পরবর্তী কুম্ভমেলার (Kumbh Mela) আয়োজন
পরবর্তী কুম্ভের আসর বসতে চলেছে মহারাষ্ট্রের নাসিক (Nashik) জেলা থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে ত্র্যম্বকেশ্বরে। একাধিক সূত্র অনুযায়ী, নাসিকের কুম্ভমেলা চলবে ২০২৭ সালের ১৭ই জুলাই থেকে ১৭ই আগস্ট পর্যন্ত। জানা যাচ্ছে, ২০২৭ সালের কুম্ভমেলার জন্য মহারাষ্ট্র সরকারের তরফে গঠন করা হবে নয়া একটি কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষ কুম্ভমেলা সংক্রান্ত যাবতীয় বিষয় পর্যবেক্ষণ করবে।
আরোও পড়ুন : মাত্র দু’দিন বাকি! উচ্চ-মাধ্যমিক শুরুর আগে এবার নয়া নিয়ম সংসদের
উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, উত্তরাখণ্ডের হরিদ্বার, মহারাষ্ট্রের নাসিক এবং মধ্যপ্রদেশের উজ্জয়নে আয়োজন করা হয়ে থেকে কুম্ভমেলার (Kumbh Mela)। প্রতি ৩ বছর অন্তর এই চার জায়গার কোনও একটিতে বসে কুম্ভমেলার আসর। প্রতি ১২ বছর অন্তর অন্তর আয়োজিত হয় পূর্ণকুম্ভ। প্রতি ৬ বছর অন্তর অর্ধকুম্ভ ও প্রতি ১৪৪ বছর অন্তর মহাকুম্ভ আয়োজিত হয়ে থাকে।
আরোও পড়ুন : ক্রিকেট অনুরাগীদের জন্য সুখবর! ফের হতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচ, সামনে এল দিনক্ষণ
এর আগে ২০২১ সালে পূর্ণ কুম্ভের আয়োজন করা হয়েছিল হরিদ্বারে। ২০৩৩ সালে ফের হরিদ্বারে বসবে পূর্ণ কুম্ভের আসর। আবার ২০১৬ সালের পর ২০২৮ সালে উজ্জয়নে আয়োজিত হবে কুম্ভমেলা। চলতি বছরের মহাকুম্ভমেলা আয়োজিত হয় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ৩৫ দিন ধরে চলা মহাকুম্ভে গোটা পৃথিবী থেকে পুণ্য স্নানের উদ্দেশ্যে এসেছিলেন কোটি কোটি মানুষ।
বলিউড সেলিব্রিটি থেকে মন্ত্রী-আমলা, মোক্ষ লাভের আশায় ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন অনেকেই। শিবরাত্রির শাহি স্নানের পর উত্তরপ্রদেশ সরকার দাবি করেছে, দেশ-বিদেশ মিলিয়ে ৬৫ কোটি মানুষ সামিল হয়েছিলেন মহাকুম্ভে। এই বিপুল পরিমাণ জনসমাগমকে যোগী সরকার ‘মহা রেকর্ড’ হিসাবে আখ্যায়িত করেছে। কোটি-কোটি মানুষের সমাগমের মধ্যে দিয়ে শিবরাত্রির শাহি স্নানের মাধ্যমে প্রয়াগরাজে সমাপ্তি ঘটল মহাকুম্ভের।