বাংলাহান্ট ডেস্ক : বুলডোজারের পর এবার নতুন ‘অ্যাকশনে’ যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। উত্তরপ্রদেশে (UP) যত মাদ্রাসা (Madrasa) আছে সেগুলির উপর এবার কড়া দৃষ্টি দিতে চলেছে যোগী সরকার। এই পদক্ষেপ করার জন্য উত্তরপ্রদেশ সরকারের পরিকল্পনা প্রস্তুত হয়ে গেছে বলেই জানা যাচ্ছে। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান (Chairman 0f Madrasa Board) ইফতিকার আহমেদ জাভেদ বলেন উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সার্ভে অভিযান শুরু হবে। এই সার্ভেতে উল্লেখ থাকবে প্রত্যেকটি মাদ্রাসা কোন সংস্থা থেকে অনুদান পায় এবং এর পরিচালন সমিতিতে কারা কারা আছেন।
ইফতিকার আহমেদ যা বললেন তাতে এটা স্পষ্ট যে মূলত মাদ্রাসগুলিকে অনুদান কে দিচ্ছে সেই বিষয়ে তথ্য সংগ্রহ করবে যোগী সরকার। তাছড়া কোন কোন সংস্থা নাম মাদ্রাসার সঙ্গে জড়িত এবং কিভাবে সেই সংস্থাগুলি মাদ্রাসাকে সমর্থন করেন সেগুলি খতিয়ে দেখা হবে। এরই সঙ্গে মাদ্রাসা শিক্ষা কমিটির নতুন নিয়মাবলিও সামনে নিয়ে আসা হবে।
ইফতিকার আহমেদ আরও জানান, সার্ভে করার পর মাদ্রাসাগুলিকে সরকারি আওতায় আনা হবে। অনেক নতুন বিষয়ও পড়ানো হবে মাদ্রাসায়। তাছাড়া নতুন বিষয় পড়াবার জন্য নিযুক্ত হবে নতুন শিক্ষকও।
মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চাইছেন যোগী। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় উন্নতি করতে টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগের পরিকল্পনা করেছে উত্তরপ্রদেশ সরকার। গত বাজেটেই উত্তর প্রদেশ সরকারের তরফে মাদ্রাসা আধুনিকীকরণ প্রকল্পের জন্য ৪৭৯ কোটি টাকা অনুদান ধার্য করা হয়। রাজ্যে নথিভুক্ত প্রায় ১৬ হাজার মাদ্রাসার সংস্কার ও আধুনিকীকরণ শুরু হয় এই প্রকল্পের অধীনে।