বাংলা হান্ট ডেস্ক: অবশেষে দীর্ঘ জল্পনার অবসান ঘটল। শুক্রবারই স্পষ্ট হয়ে গেল যে, আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে চলেছে জনপ্রিয় মোটরস্পোর্ট ইভেন্ট MotoGP। জানা গিয়েছে, ২০২৩ সালে গ্রেটার নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে (Buddh International Circuit) প্রথম মোটো গ্র্যান্ড প্রিক্স (MotoGP) বিশ্ব চ্যাম্পিয়নশিপ রেসের আয়োজন করা হবে।
এর নাম দেওয়া হয়েছে “গ্র্যান্ড প্রিক্স ভারত” (Grand Prix Bharat)। ইতিমধ্যেই মোটো গ্র্যান্ড প্রিক্স এবং নয়ডা-ভিত্তিক রেস প্রমোটার ফেয়ারস্ট্রিট স্পোর্টসের বাণিজ্যিক অধিকারের কর্ণধার ডর্না (Dorna) আগামী সাত বছরের জন্য ভারতে প্রিমিয়ার টু-হুইলার রেসিং ইভেন্টটি অনুষ্ঠিত করার জন্য একটি MOU স্বাক্ষর করেন বলে জানা গিয়েছে।
পাশাপাশি, তাঁরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সাথেও বৈঠক করেন। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, “উত্তরপ্রদেশের জন্য এমন একটি বিশ্বমানের অনুষ্ঠানের আয়োজন করা অত্যন্ত গর্বের বিষয়। আমাদের সরকার MotoGP Bharat-কে পূর্ণ সমর্থন করবে।
জানা গিয়েছে, এই প্রতিযোগিতায় মোট ১৯ টি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন। এদিকে, এই বিরাট আয়োজনের ফলে দেশে কর্মসংস্থানের পাশাপাশি পর্যটন ও বাণিজ্যও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, PTI সূত্রে জানা গিয়েছে যে, আগামী বছরের সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসেই এই রেস অনুষ্ঠিত হতে পারে।
https://twitter.com/MotoGP/status/1575728561373122560?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1575728561373122560%7Ctwgr%5Ed114ad6dd32a520d12230296321b7c505bb1e20b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fother-sports%2Fmotogp-debut-in-india-next-year-buddh-international-circuit-to-host-first-race-from-2023-2516161.html
সর্বোপরি, এই সমগ্ৰ আয়োজনে ৫০ হাজারেরও বেশি কর্মসংস্থান হবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে, ভারতে এই রেসের প্রসঙ্গে ডর্নার সিইও কারমেলো ইজপেলেটা এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন যে, “আমরা এটা জানাতে পেরে অত্যন্ত গর্বিত যে বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট আমাদের ২০২৩ সালের ক্যালেন্ডারে সংযুক্ত হয়েছে। ভারতে আমাদের অনেক অনুরাগী রয়েছে এবং আমরা তাঁদের কাছে খেলাটি আনতে পেরে উচ্ছ্বসিত।”