এবার এই শহরে বিলাসবহুল বাড়ি কিনলেন ফুটবল তারকা নেইমার, দাম জানলে আঁতকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: নেইমার (Neymar)…….. নাম তো শুনাহি হোগা। ফুটবলের গর্ব তিনি, ফুটবলের অন্যতম স্রষ্টা তিনি। যার পায়ের গতিতে বলও ছুটতে থাকতে ঝড়ের গতিতে। মাঠে নামলেই গ্যালারি জুড়ে শুরু হয় চিৎকার। একের পর এক গোলে বাজিমাত করেন বিরোধী টিমকে। তাঁর ঝুলিতে রয়েছে বিশ্বের সেরা ফুটবলারের তকমা। তবে আজকে তাঁর খেলা নিয়ে কথা হবে না হবে প্রতিপত্তি নিয়ে। সদ্য তিনি একটি নতুন বাড়ি কিনেছেন, আর তারপর থেকেই চর্চার হট টপিক হয়ে উঠেছেন নেইমার।

দুবাইয়ে বাড়ি কিনলেন নেইমার (Neymar):

সম্প্রতি জানা গিয়েছে, ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার (Neymar) এক বিলাসবহুল বাড়ি কিনেছে। তাও আবার কিনা দুবাইয়ের মত শহরে, যে শহরে বাস করেন পৃথিবীর বড় বড় তারকারা। পৃথিবীর অত্যন্ত আকর্ষণীয় জায়গা হচ্ছে এই শহরটি। আর এবার এই বিলাসবহুল শহরে নিজের সম্পত্তি তৈরি করলেন এই ফুটবলার তারকা। দুবাইয়ের বুগাতি রেসিডেন্সেই নেইমার কিনেছেন পেন্ট হাউস। এই পেন্ট হাউসে সরাসরি গাড়ি নিয়ে আসা, নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, রয়েছে চোখ ধাঁধানো রুম, বাথরুম সবেতেই রয়েছে আধুনিকতার ছোঁয়া।

Neymar bought a luxury house.

পেন্ট হাউসের দাম ৬৫৪ কোটি টাকা: তথ্যসূত্রে জানা গিয়েছে যে, এই পেন্ট হাউসের দাম প্রায় ৫ কোটি ৪৫ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫৪ কোটি টাকা। তবে এই দাম শুধু শুধু নেওয়া হয়নি। কারণ এই বাড়িটি যেখানে রয়েছে, সেখান থেকে দুবাই শহরের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। ব্যালকনিতে দাঁড়ালে ফুরফুরে হাওয়া মন ছুঁয়ে যায়। বিশিষ্ট সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, আলিশান এই ভবনে ভূমধ্যসাগরের রিভিয়েরা অঞ্চলের আদলে তৈরি করা হয়েছে কৃত্রিম সৈকত। এছাড়াও এখানে রয়েছে সুইমিং পুল, ফিটনেস ক্লাব থেকে শুরু করে উন্নত পার্কিং ব্যবস্থা।

আরও পড়ুন: ফাইনালে পাত্তা পেলনা চিন! এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতে বাজিমাত ভারতের

তবে এখনো এই বাড়ির কাজ শেষ হয়নি। কাজ শেষ হলে এই বাড়ির আদল অন্য রূপ নেবে। ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে ঘর সাজানোর প্রসাধনী যাই দেখবেন চোখ ধাঁধিয়ে যাবে। জানা গিয়েছে, সবমিলিয়ে এই বাড়ি তৈরি করতে আরো সাড়ে তিন বছর মতো সময় লাগবে। যদিও এই খবরটি সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেননি ফুটবলার নেইমার (Neymar)।

আরও পড়ুন: বর্ডার-গাভাস্কার ট্রফিতেই ইতিহাস গড়বেন অশ্বিন! জানলে হয়ে যাবেন “থ”

এমনকি এই বিষয় নেইমারের (Neymar) এজেন্টও বিশেষ কিছু তথ্য প্রকাশ্যে আনেন নিই। বরং গোটা বিষয়টিকে গুজব বলে এড়িয়ে গিয়েছেন। তবে আপনাদের জানিয়ে রাখি বিষয়টি সত্যি হলেও এতে আশ্চর্যের কিছু নেই। কারণ নেইমারের মতো কিংবদন্তি ফুটবলার এমন বিলাসবহুল বাড়ি কিনতেই পারেন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর