কিছুদিন ধরেই ক্লাব ফুটবলে রব উঠেছিল নেইমার হয়তো এবার পিএসজি ছেড়ে পুনরায় ফিরে আসবেন বার্সেলোনায়, কিন্তু সব আশায় জল ঢেলে নেইমার থেকে গেলেন পিএসজিতেই তার আর ফেরা হলো না পুরোনো ক্লাব বার্সেলোনায়। ব্রাজিলীয় তারকা কয়েক বছর বার্সেলোনায় খেলার পর তিনি বার্সেলোনার ছেড়ে অর্থাৎ মেসির সঙ্গ ছেড়ে নিজেকে এককভাবে প্রতিষ্ঠা করার জন্য যোগদান করেছিলেন পিএসসিতে এবং সেখান থেকে তিনি পেয়েছিলেন রেকর্ড পরিমাণ অর্থ।
কিন্তু পিএসসিতে যাওয়ার পর থেকে সেই পুরোনো নেইমার যেন দিনের পর দিন হারিয়ে যেতে শুরু করে। সেই পুরনো ভঙ্গিমায় আর পাওয়া যায় না নেইমার জুনিয়ার কে। বিশেষ করে গত মৌসুমে তিনি একেবারে অসফল হয়েছিলেন পিএসসিতে, তাই তিনি হয়তো উপলব্ধি করতে পেরেছেন যে পিএসসিতে তিনি নিজের খেলায় কোনদিনই উন্নতি করতে পারবেন না বরং তার নিজের একটি স্বর্ণ মুহূর্ত অন্ধকারের মধ্যে কেটে যাচ্ছে পিএসজি ক্লাবে, তাই তিনি পিএসজির বেড়াজাল ছেড়ে পুনরায় ফিরে আসতে চেয়েছিলেন পুরনো ক্লাব বার্সেলোনায়।
অপরদিকে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি নিজেও তার পুরোনো সতীর্থ নেইমারকে দলে ফেরানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন, আর সেই জন্যই মূলত নেইমারকে নিজেদের দলে টানার জন্য রেকর্ড পরিমাণ অর্থ খরচ করতে রাজি হয়েছিলেন বার্সেলোনা টিম ম্যানেজমেন্ট। কিন্তু বার্সেলোনার দেওয়া শর্তগুলি মেনে নিতে পারেননি পিএসজি আর সে কারণে তারা নেইমারকে ছাড়তে রাজি নন বলে জানা গিয়েছে।
গত 2 ই সেপ্টেম্বর ইউরোপের ক্লাব ফুটবলের দলবদল এর শেষ তারিখ ছিল কিন্তু সেই দিনের মধ্যে নেইমারকে নিতে অসফল হয়েছে স্পেনের ক্লাব বার্সেলোনা। ইতিমধ্যেই বার্সেলোনা বেশ কয়েকজন তারকা ফুটবলার কে নিজেদের দলে নিয়ে রেকর্ড পরিমাণ অর্থ খরচ করে ফেলেছে তাই নেইমারকে নেওয়ার মতো যে অর্থের প্রয়োজন সেটা তাদের ছিলনা, আর সেই কারণে বার্সেলোনা দেওয়া আর্থিক প্রস্তাবে রাজি না হয়ে নেইমারকে ছাড়তে অস্বীকার করেছে ফ্রান্সের ক্লাব পিএসজি।