কি অবস্থা! এবার নিজের দেশের ক্লাবের কাছেই চরম অপমানিত নেইমার, কারণ জানলে আপনিও পাবেন দুঃখ

বাংলা হান্ট ডেস্ক: ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার (Neymar) কেরিয়ারের বেশ অনেকটা সময় জুড়ে চোটের সম্মুখীন হয়েছেন। যার কারণে তাঁকে মাঠের বাইরেও থাকতে হয়েছে। এদিকে, সম্প্রতিও তিনি চোট পেয়েছেন। ঠিক এই আবহেই নেইমার চূড়ান্ত কটাক্ষের সম্মুখীন হলেন তাঁরই দেশের একটি ক্লাবের কাছ থেকে। আর এই বিষয়টি সামনে আসার পরেই ফুটবল অনুরাগীদের মধ্যেও শুরু হয়েছে তুমুল হইচই।

চরম অপমানিত হয়েছেন নেইমার (Neymar):

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ব্রাজিলের ক্লাব পামেইরাস জানিয়ে দিয়েছে যে, নেইমারের (Neymar) মতো খেলোয়াড়কে তারা সই করানোর প্রতি আগ্রহী নয়। এর কারণ হল তারা “মেডিকেল সেন্টার” নয়। এই প্রসঙ্গে ওই ক্লাবের প্রেসিডেন্ট লেলা পেরেরা বলেন, “পামেইরাসের হয়ে নেইমার খেলবে না। কারণ এটি হল ফুটবল ক্লাব। কোনও মেডিক্যাল সেন্টার নয়। আমরা চাই ক্লাবের প্রত্যেক প্লেয়ারই খেলার জন্য তৈরি থাক। কোচের নির্দেশ পাওয়া মাত্রই তারা যেন পরের দিনই মাঠে নেমে পড়তে পারে।” এর পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে, দলের সাথে যুক্ত থেকেও যে খেলোয়াড় মাঠে নামতে পারে না সেই রকম ফুটবলারকে নেওয়া হবে না।

Neymar is extremely humiliated by the club of his own country.

এদিকে, সামগ্রিকভাবে বর্তমান সময়টা মোটেই অনুকূল যাচ্ছেনা নেইমারের (Neymar)। তিনি কয়েকদিন আগে চোখ মুক্ত হয়ে মাঠে ফিরলেও বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলার জন্য ব্রাজিলের হয়ে ডাক পাননি। এরই মধ্যে তিনি ফের চোটের সম্মুখীন হলেন। মূলত, সৌদির ক্লাব আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে খেলার সময় চোট পান এই ফুটবল তারকা। খেলা চলাকালীন হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করায় তিনি মাটিতে শুয়ে পড়েন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি ওই ম্যাচে খেলতে নামার আগে চোটের কারণে এক বছরেরও বেশি সময় ধরে মাঠের বাইরে ছিলেন।

আরও পড়ুন: মাত্র ৬ মিনিটে ২০ টি চালেই হল বাজিমাত! কলকাতায় ম্যাগনাস কার্লসেনকে হারালেন ভারতের অর্জুন

এমতাবস্থায়, ব্রাজিলের জাতীয় দলে তাঁকে না রাখার বিষয়ে কোচ দোরিভাল জুনিয়র জানিয়েছেন যে, নেইমার (Neymar) ফিট হয়ে গেলেও তিনি হয়তো ম্যাচ খেলার ধকল এখন নিতে পারবেন না। যদিও, নেইমার আল হিলালের হয়ে খেলতে নেমেছিলেন। আর তারপরেই হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন তিনি।

আরও পড়ুন: এবার সমগ্র বিশ্বকে চমকে দিল ভারত! সফলভাবে সম্পন্ন হল দূরপাল্লার হাইপারসনিক মিসাইলের পরীক্ষা

আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচে নামার আগে এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন ব্রাজিলীয় তারকা (Neymar)। ফিট হয়ে গেলেও ম্যাচ খেলার ধকল নিতে পারবেন না, এই যুক্তিতেই ব্রাজিলের দলে তাঁকে রাখেননি কোচ দোরিভাল জুনিয়র। তার পরেও আল হিলালের হয়ে খেলতে নেমেছিলেন নেইমার। কিন্তু তার পরেই ফের চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছেন তিনি। এমতাবস্থায়, আগামী মরশুমে নেইমারকে আদৌ আল হিলাল দলে রাখবে কিনা সেই বিষয়ে শুরু হয়েছে জল্পনা। এমনকি এটাও শোনা গিয়েছিল যে তিনি হয়তো পামেইরাস খেলতে পারেন। কিন্তু সেই সম্ভাবনা এবার স্পষ্টভাবে নাকচ করে দিয়েছে সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষ।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর