বাংলা হান্ট নিউজ ডেস্ক: টোকিওর বৃষ্টিস্নাত নিউ ন্যাশনাল স্টেডিয়ামে জাপান বধ করলো ব্রাজিল। ২০১১/২২ মরশুমের শেষে এশিয়ার দুই সেরা দলের সাথে ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নেমেছিল সাম্বা ব্রিগেড। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে ৫-১ ফলে জিতেছিল ভারত। কাল দ্বিতীয় ম্যাচের ৭৭ মিনিট অবধি জাপান আটকে রেখেছিল লাতিন আমেরিকার দলটিকে। কিন্তু তারপর নেইমারকে বক্সের ভেতর ফাউল করা হলে পেনাল্টি প্রায় ব্রাজিল। নেইমারের সেই পেনাল্টির সুবাদে সোমবারল জাপানকে ১-০ ফলে হারিয়েছে ব্রাজিল।
কালকের গোলটি দেশের জার্সি গায়ে পিএসজি তারকা নেইমারের ৭৪ তম গোল। আর মাত্র তিনটি গোল করলে তিনি ছুঁয়ে ফেলবেন কিংবদন্তি পেলের ব্রাজিলের হয়ে গড়া ৭৭ গোলের রেকর্ড। গত সপ্তাহেও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৫-১ জয়ে দুটি পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। আপাতত দলের পারফরম্যান্সে সন্তুষ্টই থাকতে পারেন ব্রাজিল কোচ টিটে।
এই নিয়ে ব্রাজিলের বিরুদ্ধে ১৩ বার মাঠে নেমেও জয় পেতে ব্যর্থ হলো এশিয়ায় সর্বশক্তিমান ফুটবল খেলিয়ে দেশ জাপান। এখনও অবধি ১৩ টি ম্যাচে ১১টি-তে হার ও ২টি-তে ড্র করেছে তারা। এইমুহূর্তে ব্রাজিল এমনিতেও টানা ১৩ ম্যাচে অপরাজিত রয়েছে। কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর এখনও অবধি হারের মুখ দেখেনি নেইমাররা।
এরপর ফের সেপ্টেম্বরে মাঠে নামবে ব্রাজিলিয়ান দল। বিশ্বকাপযোগ্যতা অর্জনপর্বে আর্জেন্টিনার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে খেলবেন তারা। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের প্রস্তুতি তো বটেই, সেই ম্যাচে জিতে ২০২১ কোপা আমেরিকা ফাইনালে হারের বদলা নিতে চাইবেন নেইমাররা।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা