রোনাল্ডো হলো না, তবে AFC চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ভারতের মাটিতে পা রাখছে নেইমারের আল হিলাল

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ খুশিতে মাতলেন ভারতীয় ফুটবল সমর্থকরা। অল্পের জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসেরকে পাওয়া যায়নি। কিন্তু দুধের স্বাদ ঘোলে মিটিয়ে দেবেন নেইমার। সৌদি আরব তথা এশিয়ার সেরা ক্লাব আল হিলাল মুম্বাই সিটি এফসের সঙ্গে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এক গ্রুপে পড়ায় ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ভারতের মাটিতে ম্যাচ দেখাতে দেখা যাবে।

আর শুধু নেইমার নয়। চলতি ট্রান্সফার উইন্ডোতে ইউরোপ থেকে একাধিক মহাতারকাকে নিজেদের দলে নিয়েছে আল হিলাল। রুবেন নেভেস, কালীদাও কুলিবালী, মিত্রোভিচ, বিশ্বকাপের নজর কারা গোলরক্ষক ইয়াসিন বোনৌ-দেরও ভারতের মাটিতে খেলতে দেখার সম্ভাবনা থাকছে।

তবে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে থাকছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারই। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলের বদলে তার দল মুম্বাইয়ের সাথে এক গ্রুপে পড়া কিছুটা হতাশ ফুটবল সমর্থকরা। কারণ নেইমার এখন চোটের জন্য অসুস্থ রয়েছেন এবং সেপ্টেম্বর মাসে যখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলা শুরু হবে তখন তিনি সুস্থ হয়ে উঠবেন কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ গ্রূপ ডি
◆ আল হিলাল (সৌদি আরব)
◆ এফসি নাসাজি মাজানদারান (ইরান)
◆ মুম্বাই সিটি
◆ নাভিবাহর (উজবেকিস্তান)

আরও পড়ুন: টাকা নয়, রোনাল্ডোর মুখোমুখি হতে ইউরোপ ছেড়ে এশিয়ায় এসেছেন! চাঞ্চল্যকর মন্তব্য ব্রাজিলিয়ান তারকা নেইমারের

প্রসঙ্গত মুম্বাই সিটি এফসি নিজেদের চ্যাম্পিয়ন্স লিগের প্রত্যেকটি হোম ম্যাচ খেলবে পুনের বালেওয়াড়ী স্টেডিয়ামে। নেইমারকে দেখার অপেক্ষায় বুক বাঁধছেন ভারতীয় ফুটবল প্রেমীরা।

 

X