ফের NIA-র অভিযান কেরলের বুকে! মৌলবাদের নেটওয়ার্ক ভাঙতে এবার টার্গেট PFI এর নিচু তলার কর্মীরা

বাংলা হান্ট ডেস্ক : আল কায়দার (Al qaeda) সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে মুসলিম মৌলবাদী সংগঠন ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’র (Popular Front Of India)। সম্প্রতি কেরলের আদালতে এমনই দাবি করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। সংবাদমাধ্যম সূত্রে খবর কেরলে (Kerala) মোট ৫৬টি জায়গায় অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জানা যাচ্ছে, বুধবার অর্থাৎ গতকাল থেকেই কেরলে অভিযান চালাচ্ছে এনআইএ। বৃহস্পতিবার পর্যন্ত সে রাজ্যে মোট ৫৬ জায়গায় হানা দিয়েছে গোয়েন্দারা। সন্ত্রাসবাদে অর্থ জোগানোর অভিযোগ রয়েছে নিষিদ্ধ মৌলবাদী সংগঠনটির বিরুদ্ধে। জানা যাচ্ছে, এদিনের অভিযান মূলত পপুলার ফ্রন্টের ‘ওভারগ্রাউন্ড ওয়ারকার্স’দের বিরুদ্ধে ছিল। এই কর্মীরা সংগঠনের কোনও বড় পদে নেই। উপর মহল থেকে যেমন নির্দেশ আসে এরা তেমনই কাজ করে। সেই নেটওয়ার্ক ধ্বংস করতেই এই অভিযান এনআইএ-এর।

pfi

জানা যাচ্ছে, ডিসেম্বর মাসে কেরলের এক আদালতে পপুলার ফ্রন্টকে নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে এনআইএ। সেখানে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানান, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে পিএফআই-র। বিভিন্ন মেসেজিং অ্যাপের মাধ্যমে কথা হত তাদের মধ্যে। আল কায়দার সঙ্গে যৌথভাবে ভারতে একটি গোপন শাখা তৈরি করার চেষ্টা করছিল পিএফআই। নির্দিষ্ট সময়ে নাশকতার মাধ্যমে নিজেদের অস্তিত্ব প্রমাণ দেওয়ার পরিকল্পনাও করে তারা। সম্প্রতি দেশজুড়ে পিএফআইয়ের দফতরে চলা অভিযানের পর এই সমস্ত তথ্য সামনে আসে।

২০২০ সালে বেঙ্গালুরু দাঙ্গার পিছনেও হাত রয়েছে পিএফআইয়ের (PFI) বলে দাবি তদন্তকারী সংস্থার। ২০২১ সালে উচ্ছেদ অভিযান ঘিরে হওয়া অসমের সংঘর্ষের নেপথ্যেও ছিল মুসলিম মৌলবাদী সংগঠন ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’ বলেও অভিযোগ। দেশজুড়ে এনআইএ অভিযানের পর গত সেপ্টেম্বর মাসে পপুলার ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।

Sudipto

সম্পর্কিত খবর