জঙ্গলমহলে ব্যাপক ধাক্কা তৃণমূলে! NIA এর হাতে গ্রেফতার হলেন দাপুটে নেতা

বাংলাহান্ট ডেস্কঃ গ্রেফতার হলেন ছত্রধর মাহাতো (chhatradhar mahato)। শনিবার জঙ্গলমহলে ভোটপর্ব মিটতেই এনআইএ গ্রেফতার করল লালগড়ের তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে। ২০০৯ সালে সিপিএম নেতা প্রবীর মাহাতোকে খুনের অন্যতম অভিযুক্ত ছিলেন ছত্রধর মাহাতো।

প্রবীর মাহাতোকে খুনের ঘটনা এবং জ্ঞানেশ্বরী এক্সপ্রেস নাশকতায় অন্যতম অভিযুক্ত ছত্রধর মাহাতোকে বহুবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও, এনআইএ-র সামনে হাজির হননি ছত্রধর মাহাতো। নানারকম অজুহাত, এমনকি শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে বারবার এনআইএ-র হাজিরার নির্দেশ এড়িয়ে গিয়েছিলেন ছত্রধর মাহাতো।

kjdbcjcjdnkj

শেষবার নির্বাচনের কাজে ব্যস্ত থাকার অজুহাত দেখিয়েও এড়িয়ে গিয়েছিলেন তিনি। অবশেষে শনিবার জঙ্গলমহলে নির্বাচন মিটতেই এনআইএ-র ৪০ জনের দল একটি হাজির হয় তৃণমূল নেতা ছত্রধর মাহাতোর বাড়িতে। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে কলকাতা নিয়ে আসা হয়।

২০২০ সালে জেল থেকে ছাড়া পাওয়ার পর তৃণমূলে নাম লেখান ছত্রধর মাহাতো। এরপর তাঁকে ১৬, ১৮, ২২ ই মার্চ হাজিরা দেওয়ার কথা বললেও, এনআইএ-র নির্দেশ নানাভাবে এড়িয়ে যান তিনি। অবশেষে তাঁর বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।

Smita Hari

সম্পর্কিত খবর