২০২৪-এর আগে দেশের প্রতিটি রাজ্যে NIA শাখা! শাহের ঘোষণা মাঝে বিতর্কের ঝড়, সরব TMC-ও

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন আসন্ন। দেশের বুকে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে তৎপর বিজেপি (Bharatiya Janata Party)। ইতিমধ্যেই একের পর এক কৌশল নিয়ে চলেছেন মোদী-শাহ জুটি। আর এর মাঝেই এবার সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এক অভিনব ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে তাঁর এই সিদ্ধান্ত আসলে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পাশাপাশি অন্যান্য বিরোধী দলগুলি।  এ ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা দেশে।

গতকাল হরিয়ানায় সকল রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে চিন্তন শিবিরের আয়োজন করেন অমিত শাহ। সেখানেই তিনি ঘোষণা করেন, আগামী দু বছরের মধ্যে প্রতিটি রাজ্যে এনআইএ তথা জাতীয় তদন্ত সংস্থার শাখা খোলা হতে চলেছে। তবে এক্ষেত্রে কোনো এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না জাতীয় তদন্ত সংস্থাকে, বরং তাদের আরো বেশি অধিকার প্রদান করার পক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ ক্ষেত্রে নির্দিষ্ট এলাকার বাইরে গিয়ে তদন্ত করার সম্পূর্ণ অধিকার থাকবে এনআইএ-র হাতে। সেক্ষেত্রে দরকার পড়বে না কোনো রাজ্যের অনুমতি।

শাহের এই ঘোষণার পরেই শুরু হয়েছে বিতর্ক। এক্ষেত্রে রাজ্যের অধিকার খর্ব করা হচ্ছে বলে দাবি করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে যা বলার, মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। তবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো না মেনে রাজ্যের অধিকার কমানোর চেষ্টা করে চলেছে কেন্দ্র।”

উল্লেখ্য, অমিত শাহের দাবি, অতি দ্রুত সংসদে IPC এবং ফৌজদারী কার্যবিধির খসড়া আনা হতে চলেছে। এক্ষেত্রে প্রতিটি রাজ্যে ন্যাশনাল ফরেনসিক কলেজ খোলার পরামর্শ দেওয়ার পাশাপাশি একাধিক সংগঠনের উপর নিষেধাজ্ঞা চাপানোর কথা মাথায় রেখে চলেছে কেন্দ্র। এ সকল বিষয়ে মন্তব্য প্রকাশ করতে গিয়ে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমানে কেন্দ্র সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এক্ষেত্রে গোটা দেশ জুড়ে সন্ত্রাসকে দমন করার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকে আরো শক্তিশালী করার কথা ভাবা হচ্ছে।”

amit shah 1 4

ফলে বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি, সেই মুহূর্তে তাদের ক্ষমতা বাড়ানোর মাধ্যমে পরবর্তী সময় নয়া কোন বিতর্ক সৃষ্টি হয়, সেটাই দেখার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর