আগে সতর্ক করেছে হাইকোর্ট! দাড়িভিট মামলায় এবার আরও চাপে রাজ্য! বিরাট পদক্ষেপ NIA-র

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মাঝেই জোড়া বিপদে রাজ্য সরকার। এবার দাড়িভিটে পুলিশের গুলিতে ২ ছাত্রের মৃত্যু (Darivit Murder Case) ও ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের ঘটনায় (Maina Murder Case) FIR দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। এই দুই ঘটনার তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি যেন রাজ্য পুলিশ তাদের হাতে তুলে দেয় আদালতে সেই আর্জি জানিয়েছে সংস্থাটি।

NIA-র দাবি, দেশের নিরাপত্তার স্বার্থে এই ২ ঘটনার তদন্ত হওয়া জরুরি। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে উর্দুর বদলে বাংলা ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে উত্তাল হয়ে ওঠে উত্তর দিনাজপুরের দাড়িভিট। বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভে নামে ছাত্ররা। উত্তপ্ত হয়ে ওঠে স্কুল ক্যাম্পাস। সেখানেই পুলিশের গুলিতে মৃত্যু হয় ২ ছাত্রের। যদিও প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

মামলা দায়ের হলে প্রথমে রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দেয়। ওদিকে এনআইএ তদন্তের দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় মৃত ছাত্রের পরিবার। এরপর ২০২৩ সালে এই মামলার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেয় কলকাতা হাই কোর্ট। অভিযোগ, প্রায় ১ বছর কেটে গেলেও এখনও NIAকে নথি হস্তান্তর করা হয় নি।

এই মামলায় একাধিকবার সিআইডির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে এনআইএ। সম্প্রতি এই সেই মামলার শুনানিতে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে আদালতে ভার্চুয়াল হাজিরাতে উপস্থিত হতে হয়েছিল। হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার প্রশ্নে মুখে পড়ে রাজ্য। এবার সেই ঘটনাতেই FIR দায়ের করল NIA.

bhupatinagar blast case nia officers

আরও পড়ুন:  হঠাৎ বিদ্যুতের মাশুল বৃদ্ধি! ‘চুপিসারে গ্রাহকদের পকেট কাটছে মমতা সরকার’, ‘ফাঁস’ করলেন শুভেন্দু

ওদিকে ২০২৩ এর ১ মে রাতে ময়নার বাকচায় গোরামহল গ্রামে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে খুন হন বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া। অভিযোগ বোমা মারতে মারতে ওই বিজেপি নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে তৃণমূলের লোকজন। এরপর গ্রামের একটি পুকুরপাড়ে দেহ ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা। দাড়িভিটের পাশাপাশি এবার এই ঘটনাতেও FIR দায়ের করল NIA.

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর