বাংলাহান্ট ডেস্ক : রামেশ্বরম বিস্ফোরণ কাণ্ডে NIA-এর জালে ধরা পড়েছে দুই সন্ত্রাসী। বাংলা থেকে রামেশ্বরম কাণ্ডের মাস্টারমাইন্ড এবং সহযোগী ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করা হয়েছে। দুজনের নাম মুসাভির হুসেন শাজিব এবং আবদুল মাথিন আহমেদ ত্বহা। গত ১ মার্চ বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার বিখ্যাত রেস্তরাঁয় ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
নেপথ্যে নাকি ছিল এই দুজন সন্ত্রাসী। মুসাভির হুসেন শাজিব এবং আবদুল মাথিন আহমেদ ত্বহার খোঁজ দিতে পারলে ১০ লাখ টাকা করে পুরস্কারের ঘোষণা করেছিল NIA। ধৃত ২ দুষ্কৃতীর আসল পরিচয় জানলে চোখ কপালে উঠবে আপনার। মুসাভির হুসেই শাজিব এবং আবদুল মাথিন আহমেদ দিঘার একটি হোটেলে গা ঢাকা দেয়।
আরোও পড়ুন : হাঁসফাঁস করা গরম, দোসর তাপপ্রবাহ! প্রাণ ওষ্ঠাগত হবে এপ্রিলেই, ভয়ঙ্কর অ্যালার্ট IMD-র
গোপন সূত্রে খবর পেয়ে এনআইএ এখানে পৌঁছে তাদের হাতেনাতে ধরে। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে IED বিস্ফোরক রেখেছিল মুসাভির হুসেই শাজিব। আর ক্যাফে বিস্ফোরণের মাস্টারমাইন্ড মাথিন আহমেদ ত্বহা। কিভাবে বিস্ফোরণ ঘটানো হবে থেকে শুরু করে কোথায় পালাবে সবটাই ছিল তার মস্তিষ্কপ্রসূত।
আরোও পড়ুন : পাল্টাচ্ছে UPI নিয়ম! নতুন আপডেট RBI’র, দেখুন আমজনতার লাভ নাকি ক্ষতি
কর্নাটকের শিবামগ্গা জেলার তীর্থাহল্লি এলাকার বাসিন্দা দুজনে। NIA জানিয়েছে, ৩০ বছর বয়সী আবদুল মাথিন আহমেদ ত্বহা ভিগনেশ নামের ভুয়ো আধার কার্ড তৈরি করে নিজেকে হিন্দু বলে পরিচয় দিত। এদিকে জিন্স-টি শার্ট স্মার্ট ওয়াচ পরে ৩০ বছর বয়সী শাজিব। তার এই আদবকায়দা তাকে খুঁজে বের করতে সাহায্য করেছে তদন্তকারীদের।
দুজনেই বাইরে বেরোলে মাস্ক পরতে ভুলতো না। সব মিলিয়ে বলা যায়, এক্কেবারে নতুন বেশ ধরেছিল তারা। নকল দাড়ি-গোঁফও ব্যবহার করত তারা। NIA সূত্রে খবর, কর্নাটকের বাসিন্দা আবদুল মাথিন আহমেদ ত্বহা পেশায় একজন IT ইঞ্জিনিয়ার। তদন্তকারীদের সন্দেহ, IS মডিউলে রামেশ্বরম বিস্ফোরণের ছক কষেছিল সে।
— NIA India (@NIA_India) April 5, 2024
কিন্তু ইঞ্জিনিয়ারিং এর মত একটা পেশা ছেড়ে জঙ্গিবৃত্তিকে কেন সে পেশা হিসেবে বেছে নিলো? কিংবা কারো তাকে এই পথে নিয়ে আসার জন্য অনুপ্রাণিত করেছে, এইসব প্রশ্নের উত্তর খুঁজে তদন্তকারী আধিকারিকরা। এই বিস্ফোরণ কান্ডের পেছনে অন্য কোন বড় জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা, তার তদন্ত করছে NIA।