রামনবমীর অশান্তি নিয়ে জোর তৎপরতা! শিবপুর, রিষড়া ও ডালখোলার ঘটনায় ৬টি FIR দায়ের NIA-র

বাংলা হান্ট ডেস্কঃ রামনবমীর অশান্তির (Ram Navami Clash) জের! এবার আরও তৎপর কেন্দ্রীয় সংস্থা এনআইএ (NIA)। শিবপুর, রিষড়া ও ডালখোলার ঘটনায় মোট ৬টি এফআইআর (FIR) দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, মামলা গুলির মধ্যে পাঁচটি হাওড়া ও রিষড়ার অশান্তি সংক্রান্ত এবং অন্যটি ডালখোলায় রামনবমীতে হিংসার ঘটনায়।

ইতিমধ্যেই রাজ্য পুলিশের থেকে তদন্তভার নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। ৬টি মামলার এফআইআর কপি বৃহস্পতিবার কলকাতায় এনআইএ আদালতে জমা পড়বে। প্রসঙ্গত, কলকাতা হাই কোর্টের নির্দেশে রামনবমীর মিছিলে অশান্তির ঘটনার তদন্তভার পেয়েছে NIA। এরপরই এই নিয়ে ৬ টি মামলা দায়ের হল।

   

এরপর মামলা সংক্রান্ত সমস্ত নথি রাজ্য পুলিশের থেকে এনআইএ-র কাছে জমা করার আবেদন জানানো হবে। কিছুদিন আগেই হাওড়ার পুলিশ কমিশনার, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার ও এডিজি সিআইডি-কে চিঠি দেয় এনআইএ। পাশাপাশি পরবর্তী তদন্ত কোন পথে এগোবে সেই নিয়েও বৈঠকও করেন এনআইএ-র কলকাতা শাখার দায়িত্বপ্রাপ্ত ডিআইজি।

সূত্রের খবর, এই মামলায় অভিযুক্তদের নিজেদের হেফাজতে চাইতে পারে NIA। উল্লেখ্য, কিছুদিন আহেই রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল হুগলির রিষড়া, হাওড়ার শিবপুর সহ ডালখোলার একাধিক অংশ। বেশ কিছুদিন এর প্রভাব ছিল। অশান্তির পর রাজনৈতিক তরজাও কম হয়নি।

nia 2

হামলার ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য কেন্দ্রীয় তদন্তের বিরোধিতা করলেও পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ তদন্তে কেন্দ্রীয় সংস্থা প্রয়োজন। এরপরই তদন্তভার নিতে প্রস্তুত বলেও আদালতে জানিয়েছিল NIA। দুসপ্তাহের মধ্যে রাজ্যকে তদন্তের সমস্ত নথি NIA-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এরই মধ্যে এবার দায়ের হল FIR।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর