উমেশ কোলহের হত্যাকাণ্ডে বড় রহস্য ফাঁস NIA-র! নাম জড়াল তাবলীগ সদস্যের

বাংলা হান্ট ডেস্ক : অবশেষে অমরাবতীর রসায়নবিদ উমেশ কোলহের নৃশংস হত্যাকাণ্ডে (Umesh Kolhe Murder Case) চার্জশিট পেশ করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এনআইএ (NIA) -এর চার্জশিটে বলা হয়েছে, ‘তাবলিগী জামাত নামের উগ্র মুসলিম সংগঠনের সদস্যরা পয়গম্বরের তথাকথিত ‘অপমানের’ প্রতিশোধ নিতে মহারাষ্ট্রের অমরাবতীতে রসায়নবিদ উমেশ কোলহেকে হত্যা করেছে। ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার সমর্থনে কোলহে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বলে জানা যায়। তদন্তকারী সংস্থা এনআইএকে অভিযুক্তরা জানিয়েছে, কোলহেকে হত্যা করে তারা সকলের মনে ভয় তৈরি করতে চেয়েছিল।

এনআইএ-এর তদন্তে উঠে এসেছে আরও একাধিক তথয়। কোলহেকে হত্যা করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে। গত ২১ জুন নূপুর শর্মার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করার জন্য হত্যা করা হয়। বিতর্কিত ওই পোস্টে উমেশ নবী মোহাম্মদ সম্পর্কে কিছু বিবৃতি দেয়। গত শুক্রবার বিশেষ আদালতে ১১জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এনআইএ। তাদের সবাইকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

umesh 2

এনআইএ-র তদন্তে জানা যায়, উমেশ কোলহেকে হত্যার জন্য বেশ কিছু দিন ধরেই ষড়যন্ত্র করা হচ্ছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে কোনো সম্পত্তিগত বিরোধের উল্লেখ পাওয়া যায় নি। এনআইএ জানিয়েছে হত্যাকাণ্ডের অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে কোলহের আগে থেকে কোনও পরিচয়ও ছিলনা।

অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি) , ৩০২, ৩৪১, ১৫৩ (এ), ২০১ এবং ৫০৬ ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে। এনআইএ রিপোর্টে আরও জানায় ‘তদন্ত থেকে জানা গেছে তাবলিঘি জামাতের উগ্র ইসলামপন্থীরা ধর্মীয় অনুভূতিতে আঘাত, শত্রুতা, অস্বাভাবিক ইচ্ছা এবং বিভিন্ন জাতি ও ধর্মের মধ্যে বিদ্বেষ প্রচার করার জন্য কাজ করেছে। বিশেষ করে ভারতে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করাই মূল লক্ষ্য তাদের।’


Sudipto

সম্পর্কিত খবর